
মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’

মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১৩ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে