
দেশের বাইরে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের অভিজ্ঞতা বাংলাদেশ দলের আগে থেকেই আছে। উইন্ডিজ সফরে থাকা ক্রিকেটারদের এবারের ঈদও পালন করতে হচ্ছে বিদেশ-বিভুঁইয়ে।
বাংলাদেশের ক্যারিবীয় সফরের শেষ পর্ব চলছে গায়ানায়। আগামীকাল সন্ধ্যায় সেখানে প্রথম ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সেই গায়ানাতেও ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশে হবে আগামীকাল। গায়ানার রাজধানী জর্জটাউনের সবচেয়ে বড় কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ পড়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই দারুল সময় কাটাচ্ছেন। পরিবার ও সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’
বাঁ হাতি পেসার শরীফুল বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন। এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’
কাটার মাস্টার মোস্তাফিজ বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে ঈদ উদ্যাপন করুন—এই আশা করি।’
এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে।
এই দুই সংস্করণে এমনিতেই কমজোরি বাংলাদেশ। সেসব ভুলে ঈদ-আনন্দে মেতে ওঠা ক্রিকেটাররা নিশ্চয়ই নিজেদের পছন্দের সংস্করণে ঘুরে দাঁড়াতে চাইবেন।

দেশের বাইরে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের অভিজ্ঞতা বাংলাদেশ দলের আগে থেকেই আছে। উইন্ডিজ সফরে থাকা ক্রিকেটারদের এবারের ঈদও পালন করতে হচ্ছে বিদেশ-বিভুঁইয়ে।
বাংলাদেশের ক্যারিবীয় সফরের শেষ পর্ব চলছে গায়ানায়। আগামীকাল সন্ধ্যায় সেখানে প্রথম ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সেই গায়ানাতেও ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশে হবে আগামীকাল। গায়ানার রাজধানী জর্জটাউনের সবচেয়ে বড় কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ পড়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই দারুল সময় কাটাচ্ছেন। পরিবার ও সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’
বাঁ হাতি পেসার শরীফুল বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন। এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’
কাটার মাস্টার মোস্তাফিজ বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে ঈদ উদ্যাপন করুন—এই আশা করি।’
এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে।
এই দুই সংস্করণে এমনিতেই কমজোরি বাংলাদেশ। সেসব ভুলে ঈদ-আনন্দে মেতে ওঠা ক্রিকেটাররা নিশ্চয়ই নিজেদের পছন্দের সংস্করণে ঘুরে দাঁড়াতে চাইবেন।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
২০ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে