
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।
এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।
এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে