
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তাঁর দল গল টাইটানসও দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে।
তবে পাল্লেকেলে নিজেদের তৃতীয় ম্যাচে বড় স্কোর দাঁড় করাতে পারেনি গল। জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে তারা। দিমুথ ওয়েললাগে ঘূর্ণি জাদুতে গলের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে এই শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার শিকার করেছেন ৪ উইকেট।
জাফনার বিপক্ষে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন সাকিবও। ৯ বলে ৬ রান করে ফিরেছেন ড্রেসিংরুমে। এর আগের ম্যাচে ক্যান্ডির বিপক্ষে ব্যাটিংয়ে ৩০ ও বোলিংয়ে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। ১৪ বলে ২৩ রান করার পাশাপাশি ২৫ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। তবে আজ দলকে জেতাতে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।
আজ পাল্লেকেলে অধিনায়ক দাসুন শানাকা গলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে মেরেছেন দুটি করে চার ও ছক্কা। শেভন ড্যানিয়েল ও লাসিথ ক্রুসপুলে ওপেনিং জুটিতে যোগ করেন ২৮ রান। ঝোড়ো শুরু করে ইনিংস বড় করতে পারেননি ক্রুসপুলে। ১২ বলে ১৯ রান করে আউট হন এই শ্রীলঙ্কান।
এর পর ভানুকা রাজাপাকসে-সাকিবরা ফিরেছেন দ্রুত। তাতেই গলের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে যায়। ড্যানিয়েল ২৫ ও মাঝে টিম সেফার্ট করেছেন ১৮ রান। বিপরীতে অনেক বলও হজম করেছেন দুজনে। শেষ পর্যন্ত স্কোরটা ১১৭ রানে থামে। এই ম্যাচ জিততে হলে ১১৮ রান করতে হবে তৌহিদ হৃদয়দের। জাফনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই বাংলাদেশি ব্যাটার।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তাঁর দল গল টাইটানসও দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে।
তবে পাল্লেকেলে নিজেদের তৃতীয় ম্যাচে বড় স্কোর দাঁড় করাতে পারেনি গল। জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে তারা। দিমুথ ওয়েললাগে ঘূর্ণি জাদুতে গলের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে এই শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার শিকার করেছেন ৪ উইকেট।
জাফনার বিপক্ষে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন সাকিবও। ৯ বলে ৬ রান করে ফিরেছেন ড্রেসিংরুমে। এর আগের ম্যাচে ক্যান্ডির বিপক্ষে ব্যাটিংয়ে ৩০ ও বোলিংয়ে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। ১৪ বলে ২৩ রান করার পাশাপাশি ২৫ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। তবে আজ দলকে জেতাতে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।
আজ পাল্লেকেলে অধিনায়ক দাসুন শানাকা গলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে মেরেছেন দুটি করে চার ও ছক্কা। শেভন ড্যানিয়েল ও লাসিথ ক্রুসপুলে ওপেনিং জুটিতে যোগ করেন ২৮ রান। ঝোড়ো শুরু করে ইনিংস বড় করতে পারেননি ক্রুসপুলে। ১২ বলে ১৯ রান করে আউট হন এই শ্রীলঙ্কান।
এর পর ভানুকা রাজাপাকসে-সাকিবরা ফিরেছেন দ্রুত। তাতেই গলের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে যায়। ড্যানিয়েল ২৫ ও মাঝে টিম সেফার্ট করেছেন ১৮ রান। বিপরীতে অনেক বলও হজম করেছেন দুজনে। শেষ পর্যন্ত স্কোরটা ১১৭ রানে থামে। এই ম্যাচ জিততে হলে ১১৮ রান করতে হবে তৌহিদ হৃদয়দের। জাফনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই বাংলাদেশি ব্যাটার।

বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক কীর্তি গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে দুবার হ্যাটট্রিক করলেন এই বাঁ হাতি পেসার। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান তিনি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৩ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
৪ ঘণ্টা আগে