ক্রীড়া ডেস্ক

আর মাত্র একটি ম্যাচ। তারপরই পাওয়া যাবে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন। এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রাত সাড়ে ৮টায় মাঠে নামবে পাকিস্তান ও ভারত। ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর জন্য সালমান আলী আগাদের টোটকা দিয়েছেন প্রধান কোচ মাইক হেসন।
এবারের এশিয়া কাপে রীতিমতো উড়ছে ভারত। টানা ৬ ছয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা। দলটির কাছে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও হেরেছে পাকিস্তান। দুবাইতে হতে যাওয়া ফাইনালের আগেও পিছিয়ে থাকবে তারা। তাই বলে ছেড়ে কথা বলতে রাজি নয় হেসন। ছেলেদের ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের হারের স্মৃতি ভুলে গিয়ে খেলায় মনোযোগের পরামর্শ দিয়েছেন তিনি।
গ্রুপ পর্বের ম্যাচে আগে ব্যাট করে ১২৭ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। সুপার ফোরের ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭১ রান তোলে পাকিস্তান। ১৮.৫ ওভার খেলে ৬ উইকেটে ম্যাচটা জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় দেখায় উন্নতি করাটা নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন হেসন। তিন বলেন, ‘আমি মনে করি, সুপার ফোরে ভারতের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি তাতে প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে ছেলেরা কিছুটা নিষ্ক্রিয় ছিল। আমরা ভারতকে নিয়ন্ত্রণ দিয়েছিলাম।’
সুপার ফোরে ভারতকে হারানোর সুযোগ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ইনিংসে স্বপ্নভঙ্গ হয় তাদের। এমন ভুল বারবার না করে শিরোপা জেতার জন্য ছেলেদের সম্ভাব্য সবকিছু করার তাগিদ দিলেন হেসন, ‘ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে আমরা দীর্ঘ সময় ধরে চাপ অনুভব করেছি। অভিষেক একটি ব্যতিক্রমী ইনিংস খেলে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমরা এই সুযোগের জন্য যোগ্য ছিলাম। তাই এখন আমাদের দায়িত্ব হলো এর সর্বোচ্চ ব্যবহার করা। আমরা শিরোপা জয়ের মতো অবস্থানে থাকার চেষ্টা করছি।’
ফাইনালে ভারতকে চাপে রাখাটাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন হেসন, ‘খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হলো–তোমরা ক্রিকেটে মনোযোগ দাও। এই ধরনের চাপের খেলায় সব সময়ই আবেগ থাকে। ভারতকে দীর্ঘ সময়ের জন্য চাপে রাখার জন্য আমাদের যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে হবে। তারা বিশ্বের শীর্ষ দল হওয়ার কারণ আছে। তাদের চাপে রাখতে হবে। এটাই হবে আমাদের চ্যালেঞ্জ।’

আর মাত্র একটি ম্যাচ। তারপরই পাওয়া যাবে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন। এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রাত সাড়ে ৮টায় মাঠে নামবে পাকিস্তান ও ভারত। ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর জন্য সালমান আলী আগাদের টোটকা দিয়েছেন প্রধান কোচ মাইক হেসন।
এবারের এশিয়া কাপে রীতিমতো উড়ছে ভারত। টানা ৬ ছয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা। দলটির কাছে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও হেরেছে পাকিস্তান। দুবাইতে হতে যাওয়া ফাইনালের আগেও পিছিয়ে থাকবে তারা। তাই বলে ছেড়ে কথা বলতে রাজি নয় হেসন। ছেলেদের ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের হারের স্মৃতি ভুলে গিয়ে খেলায় মনোযোগের পরামর্শ দিয়েছেন তিনি।
গ্রুপ পর্বের ম্যাচে আগে ব্যাট করে ১২৭ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। সুপার ফোরের ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭১ রান তোলে পাকিস্তান। ১৮.৫ ওভার খেলে ৬ উইকেটে ম্যাচটা জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় দেখায় উন্নতি করাটা নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন হেসন। তিন বলেন, ‘আমি মনে করি, সুপার ফোরে ভারতের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি তাতে প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে ছেলেরা কিছুটা নিষ্ক্রিয় ছিল। আমরা ভারতকে নিয়ন্ত্রণ দিয়েছিলাম।’
সুপার ফোরে ভারতকে হারানোর সুযোগ ছিল পাকিস্তানের সামনে। কিন্তু অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ইনিংসে স্বপ্নভঙ্গ হয় তাদের। এমন ভুল বারবার না করে শিরোপা জেতার জন্য ছেলেদের সম্ভাব্য সবকিছু করার তাগিদ দিলেন হেসন, ‘ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে আমরা দীর্ঘ সময় ধরে চাপ অনুভব করেছি। অভিষেক একটি ব্যতিক্রমী ইনিংস খেলে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমরা এই সুযোগের জন্য যোগ্য ছিলাম। তাই এখন আমাদের দায়িত্ব হলো এর সর্বোচ্চ ব্যবহার করা। আমরা শিরোপা জয়ের মতো অবস্থানে থাকার চেষ্টা করছি।’
ফাইনালে ভারতকে চাপে রাখাটাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন হেসন, ‘খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হলো–তোমরা ক্রিকেটে মনোযোগ দাও। এই ধরনের চাপের খেলায় সব সময়ই আবেগ থাকে। ভারতকে দীর্ঘ সময়ের জন্য চাপে রাখার জন্য আমাদের যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে হবে। তারা বিশ্বের শীর্ষ দল হওয়ার কারণ আছে। তাদের চাপে রাখতে হবে। এটাই হবে আমাদের চ্যালেঞ্জ।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৪ ঘণ্টা আগে