Ajker Patrika

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
ওয়ার্নার ও রিশাদ। ফাইল ছবি
ওয়ার্নার ও রিশাদ। ফাইল ছবি

চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।

আগে ব্যাট করে ওয়ার্নারের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে সিডনি। ২০০ স্ট্রাইকরেটে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন বাঁ হাতি ওপেনার। ১১ চার ও ৯ ছক্কায় সাজানো তাঁর ৬৫ বলের ইনিংস। ১৪ বছর পর বিগ ব্যাশে সেঞ্চুরির দেখা পেলেন ওয়ার্নার। এর আগে সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১১-১২ সালে, বিগ ব্যাশের প্রথম পর্বে।

৬ বলে একটি করে চার ও ছক্কায় ১৪ রান এনে দেন ড্যানিয়েল শামস। এছাড়া সিডনির আর কোনো ব্যাটার টি-টোয়েন্টি সূলভ ব্যাটিং করতে পারেননি। ২০ রান করতে ২৪ বল খেলেন স্যাম বিলিংস। ২৬ বলে ৩০ রান করেন নিক ম্যাডিনসন। সিডনির রান পাহাড়ের দিনে এক রিশাদ ছাড়া হোবার্টের আর সব বোলারই বেশ খরুচে ছিলেন। ৪ ওভারে সর্বোচ্চ ৪৬ রান দেন অধিনায়ক নাথান এলিস। ক্রিস জর্ডানের খরচ ৪০ রান। ৩৮ রান দেন রাইলি মেরিডিথ। সেখানে রিশাদের খরচ ২৯ রান।

ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। সে ওভারে দেন মাত্র ৩ রান। অষ্টম ওভারে ফের বোলিংয়ে আসেন তিনি। এ যাত্রায় তাঁর খরচ ১৩ রান। ১৩তম ওভারে বোলিংয়ে এসে দেন ৫ রান। দলীয় ১৭তম ওভারে নিজের কোটার শেষ ওভার করেন রিশাদ। ও যাত্রায় খরচ করেন ৮ রান। এ নিয়ে টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকলেন তিনি। ৭ ম্যাচে তাঁর শিকার ৮ উইকেট। উইকেট শিকারীদের তালিকার ছয়ে আছেন রিশাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার

সিআইএ–এফবিআই এবং এলিট বাহিনী: যেভাবে কয়েক মাসে মাদুরোকে ধরতে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভের’ প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র

কলকাতার পেজে লাখো ‘নেগেটিভ রিঅ্যাকশন’

আলোচনায় যুক্তরাষ্ট্রের ২০০ বছরের পুরোনো ‘মনরো ডকট্রিন’, কী আছে এতে

ট্রাম্পের নজর কি এবার গ্রিনল্যান্ডে!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত