Ajker Patrika

কলকাতার পেজে লাখো ‘নেগেটিভ রিঅ্যাকশন’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২: ৩৬
মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছবি: ফাইল ছবি
মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছবি: ফাইল ছবি

নিলাম থেকে নিয়ে এরপর মোস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলায় তোপের মুখে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ থেকে তো বটেই, এমনকি মোস্তাফিজ ইস্যুতে সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও কলকাতাকে ধুয়ে দিয়েছেন। ভক্ত-সমর্থকেরা এখন সামাজিক মাধ্যমে কলকাতার ওপর ক্ষোভ ঝাড়ছেন।

বাংলাদেশ সময় গতকাল বেলা ২টা ২২ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। এই পোস্টের পরই ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ বিস্ফোরিত হতে থাকে। গণহারে কলকাতার পেজে ‘অ্যাংরি রিঅ্যাকশন’ দিতে থাকেন ভক্ত-সমর্থকেরা। গত ২১ ঘণ্টায় মোস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টে প্রতিক্রিয়া এসেছে ১ লাখ ৭০ হাজার। যার মধ্যে ১ লাখ ১৬ হাজার অ্যাংরি রিঅ্যাকশন ও হাহা রিঅ্যাকশন দেখা গেছে ৩৩ হাজার। অ্যাংরি রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্যে সয়লাব এই পোস্ট। বেশির ভাগ মন্তব্যই মোস্তাফিজকে নিয়ে করা। আইপিএল বয়কটের দাবি তো উঠেছেই, এমনকি ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে শ্লেষাত্মক মন্তব্য দেখা গেছে।

কলকাতা
কলকাতা

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর এই ইস্যুতে পরবর্তীতে আর কোনো পোস্ট করেনি কলকাতা নাইট রাইডার্স। তবে ভক্ত-সমর্থকদের ক্ষোভ কি এত সহজে থেমে যায়! যদি মোস্তাফিজের বাদ দেওয়ার খবরটাকেও হিসেবে ধরা হয়, সেই হিসেবে গত ২১ ঘণ্টায় এখন পর্যন্ত আটটা পোস্ট ফেসবুকে দিয়েছে কলকাতা। যার মধ্যে বরুণ চক্রবর্তীর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত বোলিং, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দলের পোস্ট, হারশিত রানা, অংক্রিশ রঘুবংশীর পোস্টও রয়েছে। কলকাতার সব পোস্টই হাহা আর অ্যাংরি রিঅ্যাকশনে সয়লাব।

কলকাতার সব পোস্টে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণ যে মোস্তাফিজ ইস্যু, সেটা না বললেও চলছে। প্রত্যেক পোস্টের কমেন্টে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আইপিএলের পাশাপাশি পুরো ভারতকেই ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের পোস্টটার দিকেই একটু খেয়াল করা যাক। শুবমান গিলকে অধিনায়ক করে ভারত ১৫ সদস্যের দল দিয়েছে। এই পোস্টে ৫১ হাজার প্রতিক্রিয়ার মধ্যে ৩১ হাজার হাহা ও ১৫ হাজার অ্যাংরি রিঅ্যাকশন। নেতিবাচক মন্তব্য তো রয়েছেই।

কয়েক দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। এই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা। ড. আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

আসামে ৫.৪ মাত্রার ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত