
‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—ক্রিকেটে বহু ক্লিশে এই প্রবাদ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসান এই প্রবাদের সম্পূর্ণ বিপরীত। ব্যাটিং-বোলিং কোনোটিতেই পারছেন না আশানুরূপ পারফর্ম করতে। বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাও এবারের বিশ্বকাপে যাচ্ছেতাই।
এবারের বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন। ১৭.৩৩ গড় ও ৬৪.৫৯ গড়ে করেছেন ১০৪ রান। নেই কোনো ফিফটি। ৬ ম্যাচের মধ্যে তিন ম্যাচে ব্যাটিং করেছেন ৫ নম্বরে, দুই ম্যাচে ৪ নম্বরে আর গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে ব্যাটিং করেছেন ৬ নম্বরে। সেখানে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫০-এর ওপর রান তাড়া করতে নেমে চারে ব্যাটিং করেছেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুই ম্যাচেই ১ রান করে আউট হয়েছেন।
সাকিব নিজেও যেমন ওপরে ব্যাটিং করে রান পাচ্ছিলেন না, বাংলাদেশের প্রথম সারির ব্যাটাররাও ব্যর্থ। একমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ বাদ দিলে সব ম্যাচেই প্রথম ১০ ওভারের মধ্যে উদ্বোধনী জুটি ভেঙে গেছে। প্রথম ৫ ম্যাচে ৬১ রান করা সাকিব গতকাল ৬ নম্বরে ব্যাটিং করে ৪৩ রান করেছেন। ৬৪ বলের ইনিংসে ৪টি চার মেরেছেন। রানের জন্য বেশ সংগ্রাম করেছেন।
তবু তা স্বস্তির মনে করেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। প্রথম সারির চার ব্যাটারের কাছ থেকে রান পাচ্ছি না। আমিও প্রথম চারে ব্যাটিং করে রান পাচ্ছিলাম না। আত্মবিশ্বাসও কম ছিল। সৌভাগ্যক্রমে কিছু রান করায় আমার জন্য তা কিছুটা স্বস্তির মনে হচ্ছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ৬ ওভারে ২৩ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের ৮৯ বলে ৭৯ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। এরপর দ্রুত লিটন, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয় আউট হলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ-সাকিবের ৪৮ বলে ৪৫ রানের জুটি বড় স্কোরের আশা জাগালেও বাংলাদেশ অলআউট হয়েছে ৪৫.১ ওভারে ২০৪ রানে।
জুটিগুলো বড় না হওয়ার আক্ষেপ সাকিবের, ‘রান যথেষ্ট ছিল না। উইকেট সত্যিই খুব ভালো ছিল। দ্রুত কিছু উইকেট হারিয়েছি। কিছু জুটি হয়েছিল। তবে জুটিগুলো বড় হচ্ছিল না। ব্যাটিংটা খারাপ হয়েছে। প্রথম ১০ ওভার যেভাবে ব্যাটিং ও বোলিং তারা করেছে, সেজন্য তাদের কৃতিত্ব দিতে হবে।’

‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—ক্রিকেটে বহু ক্লিশে এই প্রবাদ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসান এই প্রবাদের সম্পূর্ণ বিপরীত। ব্যাটিং-বোলিং কোনোটিতেই পারছেন না আশানুরূপ পারফর্ম করতে। বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাও এবারের বিশ্বকাপে যাচ্ছেতাই।
এবারের বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন। ১৭.৩৩ গড় ও ৬৪.৫৯ গড়ে করেছেন ১০৪ রান। নেই কোনো ফিফটি। ৬ ম্যাচের মধ্যে তিন ম্যাচে ব্যাটিং করেছেন ৫ নম্বরে, দুই ম্যাচে ৪ নম্বরে আর গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে ব্যাটিং করেছেন ৬ নম্বরে। সেখানে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫০-এর ওপর রান তাড়া করতে নেমে চারে ব্যাটিং করেছেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুই ম্যাচেই ১ রান করে আউট হয়েছেন।
সাকিব নিজেও যেমন ওপরে ব্যাটিং করে রান পাচ্ছিলেন না, বাংলাদেশের প্রথম সারির ব্যাটাররাও ব্যর্থ। একমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ বাদ দিলে সব ম্যাচেই প্রথম ১০ ওভারের মধ্যে উদ্বোধনী জুটি ভেঙে গেছে। প্রথম ৫ ম্যাচে ৬১ রান করা সাকিব গতকাল ৬ নম্বরে ব্যাটিং করে ৪৩ রান করেছেন। ৬৪ বলের ইনিংসে ৪টি চার মেরেছেন। রানের জন্য বেশ সংগ্রাম করেছেন।
তবু তা স্বস্তির মনে করেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। প্রথম সারির চার ব্যাটারের কাছ থেকে রান পাচ্ছি না। আমিও প্রথম চারে ব্যাটিং করে রান পাচ্ছিলাম না। আত্মবিশ্বাসও কম ছিল। সৌভাগ্যক্রমে কিছু রান করায় আমার জন্য তা কিছুটা স্বস্তির মনে হচ্ছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ৬ ওভারে ২৩ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসের ৮৯ বলে ৭৯ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। এরপর দ্রুত লিটন, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয় আউট হলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ-সাকিবের ৪৮ বলে ৪৫ রানের জুটি বড় স্কোরের আশা জাগালেও বাংলাদেশ অলআউট হয়েছে ৪৫.১ ওভারে ২০৪ রানে।
জুটিগুলো বড় না হওয়ার আক্ষেপ সাকিবের, ‘রান যথেষ্ট ছিল না। উইকেট সত্যিই খুব ভালো ছিল। দ্রুত কিছু উইকেট হারিয়েছি। কিছু জুটি হয়েছিল। তবে জুটিগুলো বড় হচ্ছিল না। ব্যাটিংটা খারাপ হয়েছে। প্রথম ১০ ওভার যেভাবে ব্যাটিং ও বোলিং তারা করেছে, সেজন্য তাদের কৃতিত্ব দিতে হবে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৭ ঘণ্টা আগে