
রান তাড়ায় শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতোই। প্রথম ওভারেই দলীয় ১ রানে জিশান আলমকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ওই শেষ। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি সেঞ্চুরি করলে ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে।
৫৫ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের সেরা হয়ে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। জিশানের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শক্ত হাতে ব্যাটিংয়ের হাল ধরেন শিবলি। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।
ব্যক্তিগত ৩২ রানে রিজওয়ান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে দলে কক্ষপথে টেনে নিতে থাকেন শিবলি। তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে জুটি গড়েন আরিফুল ইসলাম। ১৮ রান করে আরিফুলও বিদায় নেন। তবে দলকে জিতিয়েই যেন মাঠ ছাড়ার পণ করেছিলেন ওপেনার শিবলি। বাংলাদেশ যখন জয়ের বন্দরে নোঙর করে, তখনো তিনি অপরাজিত; তাঁর নামের পাশে জমা হয়েছে ১১৬ রান।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরারা ও রবিশান ডি সিলভা। ব্যক্তিগত ২৮ রানে পেরেরাকে আউট করেন পেসার মারুফ মৃধা। সতীর্থকে হারানোর পর দলের অধিনায়ক সিনেট জয়াবর্ধনেকে নিয়েও দ্বিতীয় উইকেটে সমান ৩৭ রানের জুটি গড়েন ডি সিলভা। এই জুটিতেই একটা সময় লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭৪/১।
কিন্তু পরের ৪৪ রান যোগ করতেই আর ৪ উইকেট খুইয়ে ফেলে শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল, হয়তো ২০০ রানের লক্ষ্যও দিতে পারবে না লঙ্কান যুবারা। কিন্তু বিশ্ব লাহিরু (২৫) ও রুবিশান পেরারা (১৯) কল্যাণে। ৩২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সফলতম বোলার লেগ স্পিনার সিদ্দিকী। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও মারুফ।

রান তাড়ায় শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতোই। প্রথম ওভারেই দলীয় ১ রানে জিশান আলমকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ওই শেষ। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি সেঞ্চুরি করলে ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে।
৫৫ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের সেরা হয়ে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। জিশানের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শক্ত হাতে ব্যাটিংয়ের হাল ধরেন শিবলি। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।
ব্যক্তিগত ৩২ রানে রিজওয়ান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে দলে কক্ষপথে টেনে নিতে থাকেন শিবলি। তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে জুটি গড়েন আরিফুল ইসলাম। ১৮ রান করে আরিফুলও বিদায় নেন। তবে দলকে জিতিয়েই যেন মাঠ ছাড়ার পণ করেছিলেন ওপেনার শিবলি। বাংলাদেশ যখন জয়ের বন্দরে নোঙর করে, তখনো তিনি অপরাজিত; তাঁর নামের পাশে জমা হয়েছে ১১৬ রান।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরারা ও রবিশান ডি সিলভা। ব্যক্তিগত ২৮ রানে পেরেরাকে আউট করেন পেসার মারুফ মৃধা। সতীর্থকে হারানোর পর দলের অধিনায়ক সিনেট জয়াবর্ধনেকে নিয়েও দ্বিতীয় উইকেটে সমান ৩৭ রানের জুটি গড়েন ডি সিলভা। এই জুটিতেই একটা সময় লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭৪/১।
কিন্তু পরের ৪৪ রান যোগ করতেই আর ৪ উইকেট খুইয়ে ফেলে শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল, হয়তো ২০০ রানের লক্ষ্যও দিতে পারবে না লঙ্কান যুবারা। কিন্তু বিশ্ব লাহিরু (২৫) ও রুবিশান পেরারা (১৯) কল্যাণে। ৩২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সফলতম বোলার লেগ স্পিনার সিদ্দিকী। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও মারুফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে