
সাকিব আল হাসান মানেই যেন আলোচনা। মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি অনেক প্রশংসাই পেয়ে থাকেন। তেমনি মাঠের বাইরের অনেক ঘটনাতেও তাঁকে নিয়ে হয় বেশ সমালোচনা। সেই সমালোচকদেরই যেন গতকাল ‘খোঁচা’ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল সকালে তাদের ফেসবুক পেজে সেরা পাঁচ বোলারের এক তালিকা করেছে। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সেরা পাঁচে আছেন সাকিব। আইসিসির পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে স্ট্যাটাস দিয়েছেন শিশির। সেখানে আকার-ইঙ্গিতে ভক্ত-সমর্থকদের সমালোচনার ‘জবাব’ যেন দিয়েছেন তিনি। যেখানে তামিম ইকবাল এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অধিনায়ক সাকিবকে শুনতে হচ্ছে সমালোচনা। তাছাড়া চোটে পড়ায় সাকিব বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। এরপর বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বিদ্রূপ শুরু হয় সামাজিকমাধ্যমে। আইসিসির পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন, ‘হায় হায়। মীরজাফর এখানে সুযোগ পেলেন কীভাবে! এটা অবশ্যই নকল।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ২০১১, ২০১৫-এই দুই বিশ্বকাপে ৮টি করে উইকেট নিয়েছেন সাকিব। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক।

সাকিব আল হাসান মানেই যেন আলোচনা। মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি অনেক প্রশংসাই পেয়ে থাকেন। তেমনি মাঠের বাইরের অনেক ঘটনাতেও তাঁকে নিয়ে হয় বেশ সমালোচনা। সেই সমালোচকদেরই যেন গতকাল ‘খোঁচা’ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল সকালে তাদের ফেসবুক পেজে সেরা পাঁচ বোলারের এক তালিকা করেছে। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সেরা পাঁচে আছেন সাকিব। আইসিসির পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে স্ট্যাটাস দিয়েছেন শিশির। সেখানে আকার-ইঙ্গিতে ভক্ত-সমর্থকদের সমালোচনার ‘জবাব’ যেন দিয়েছেন তিনি। যেখানে তামিম ইকবাল এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অধিনায়ক সাকিবকে শুনতে হচ্ছে সমালোচনা। তাছাড়া চোটে পড়ায় সাকিব বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। এরপর বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বিদ্রূপ শুরু হয় সামাজিকমাধ্যমে। আইসিসির পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন, ‘হায় হায়। মীরজাফর এখানে সুযোগ পেলেন কীভাবে! এটা অবশ্যই নকল।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ২০১১, ২০১৫-এই দুই বিশ্বকাপে ৮টি করে উইকেট নিয়েছেন সাকিব। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৭ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৯ ঘণ্টা আগে