নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরব আমিরাত সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে এখন শোনা যাচ্ছে, সিরিজে ম্যাচের সংখ্যা কমতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছিল ঠিকই। তবে পরিস্থিতির কারণে সূচি বদলানোর সম্ভাবনা রয়েছে বেশি। সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা আছে। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত।

আরব আমিরাত সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে এখন শোনা যাচ্ছে, সিরিজে ম্যাচের সংখ্যা কমতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছিল ঠিকই। তবে পরিস্থিতির কারণে সূচি বদলানোর সম্ভাবনা রয়েছে বেশি। সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা আছে। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। সূত্রে জানা গেছে, সিরিজের পাঁচ টি-টোয়েন্টি বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে