নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ১৭.৫ ওভারে মুক্তার আলীকে ফেরালেন নাইম ইসলামের ক্যাচ বানিয়ে। পরের বলেই সোহাগ গাজীকে ফেরালেন জাহিদুজ্জামানকে ক্যাচে পরিণত করে। ১৮তম ওভারের শেষ দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েই একটু অপেক্ষা করতে হলো আলাউদ্দিন বাবুকে। লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর তখন ১৯ ওভারে ৯ উইকেটে ১১১।
১৯তম ওভারে সতীর্থ বোলার মানিক খান যদি লিজেন্ডস অব রূপগঞ্জের শেষ উইকেটটি নিতে পারতেন, বাবুর হ্যাটট্রিকটাই আর হতো না! শেষ পর্যন্ত ব্রাদার্সের এই পেসারকে আফসোসে পুড়তে হয়নি। শেষ ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে মিজানুরের রহমানের ক্যাচ বানিয়েই হাঁটু গেড়ে দুই হাত ওপরে তুলে বসে পড়লেন উইকেটে—টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের আনন্দ তো বাবুর এমনই হবে! স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। ৩.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করা রূপগঞ্জ আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে অলআউট হয়েছে ১১১ রান তুলে। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দলটির অধিনায়ক মিজানের ফিফটিতে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। মিজানুর ৫২ বলে করে ৭৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম নেন ১টি করে উইকেট।
স্বীকৃত টি–টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক
| বোলার | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
| আল আমিন | বিসিবি একাদশ-আবাহনী | সিলেট | ২০১৩–১৪ |
| আল আমিন | বরিশাল-সিলেট | মিরপুর | ২০১৫–১৬ |
| আলিস ইসলাম | ঢাকা-রংপুর | মিরপুর | ২০১৮–১৯ |
| মানিক খান | দোলেশ্বর-বিকেএসপি | ফতুল্লা | ২০১৮–১৯ |
| কামরুল ইসলাম | বরিশাল–রাজশাহী | মিরপুর | ২০২০–২১ |
| আলাউদ্দিন বাবু | ব্রাদার্স–রূপগঞ্জ | মিরপুর | ২০২১ |

ঢাকা: ১৭.৫ ওভারে মুক্তার আলীকে ফেরালেন নাইম ইসলামের ক্যাচ বানিয়ে। পরের বলেই সোহাগ গাজীকে ফেরালেন জাহিদুজ্জামানকে ক্যাচে পরিণত করে। ১৮তম ওভারের শেষ দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েই একটু অপেক্ষা করতে হলো আলাউদ্দিন বাবুকে। লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর তখন ১৯ ওভারে ৯ উইকেটে ১১১।
১৯তম ওভারে সতীর্থ বোলার মানিক খান যদি লিজেন্ডস অব রূপগঞ্জের শেষ উইকেটটি নিতে পারতেন, বাবুর হ্যাটট্রিকটাই আর হতো না! শেষ পর্যন্ত ব্রাদার্সের এই পেসারকে আফসোসে পুড়তে হয়নি। শেষ ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে মিজানুরের রহমানের ক্যাচ বানিয়েই হাঁটু গেড়ে দুই হাত ওপরে তুলে বসে পড়লেন উইকেটে—টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের আনন্দ তো বাবুর এমনই হবে! স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। ৩.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করা রূপগঞ্জ আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে অলআউট হয়েছে ১১১ রান তুলে। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দলটির অধিনায়ক মিজানের ফিফটিতে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। মিজানুর ৫২ বলে করে ৭৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম নেন ১টি করে উইকেট।
স্বীকৃত টি–টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক
| বোলার | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
| আল আমিন | বিসিবি একাদশ-আবাহনী | সিলেট | ২০১৩–১৪ |
| আল আমিন | বরিশাল-সিলেট | মিরপুর | ২০১৫–১৬ |
| আলিস ইসলাম | ঢাকা-রংপুর | মিরপুর | ২০১৮–১৯ |
| মানিক খান | দোলেশ্বর-বিকেএসপি | ফতুল্লা | ২০১৮–১৯ |
| কামরুল ইসলাম | বরিশাল–রাজশাহী | মিরপুর | ২০২০–২১ |
| আলাউদ্দিন বাবু | ব্রাদার্স–রূপগঞ্জ | মিরপুর | ২০২১ |

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৩ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে