আজকের পত্রিকা ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির আগে আজ পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুবাই সময় বেলা ১টায়, আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। গতকাল দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিপিএল চলায় শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতির সুযোগ হয়নি শান্তদের। তাই মূল লড়াইয়ের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে আজকের ম্যাচটিই ভরসা।
পাকিস্তান শাহিনসের যে দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে থাকা কোনো খেলোয়াড় নেই। তবে দলটি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে। পাকিস্তানের ‘এ’ দলের মোড়কে এই দলটি বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বিসিবির প্রকাশিত ভিডিওতে দুবাইয়ের প্রস্তুতি নিয়ে পরশু তানজিম হাসান সাকিব বলেছেন, ‘আমরা রাতের ফ্লাইটে (গত বুধবার) দুবাই এসে পরদিন বিশ্রাম নিয়েছি, তাই আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভালো হয়েছে। অনুশীলনের পর শরীর আরও চাঙা লাগছে।’ আজকের প্রস্তুতি ম্যাচের গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে ব্যাটারদের কষ্ট হয়—এসব বোঝার চেষ্টা করব।’
বাংলাদেশ দলে অভিজ্ঞতার দিক বেশ এগিয়ে আছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা ছয় ক্রিকেটার আছেন এই দলে। টুর্নামেন্টে অভিজ্ঞতায় ভারতের পরই বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা যেমন আছে, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক ফর্মও যথেষ্ট ভালো। তারুণ্যনির্ভর এই দলে তরুণেরা নিজেদের বড় মঞ্চে মেলে ধরতে প্রস্তুত। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশ পড়েছে কঠিন এক গ্রুপে। ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের চ্যালেঞ্জ উতরে সেমিফাইনালে উঠতে কঠিন পথই পাড়ি দিতে হবে শান্তদের। প্রায় দুই মাস আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো প্রতিযোগিতামূলক ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে মূল অভিযানের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ শান্তদের।

চ্যাম্পিয়নস ট্রফির আগে আজ পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুবাই সময় বেলা ১টায়, আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। গতকাল দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিপিএল চলায় শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতির সুযোগ হয়নি শান্তদের। তাই মূল লড়াইয়ের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে আজকের ম্যাচটিই ভরসা।
পাকিস্তান শাহিনসের যে দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে থাকা কোনো খেলোয়াড় নেই। তবে দলটি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে। পাকিস্তানের ‘এ’ দলের মোড়কে এই দলটি বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বিসিবির প্রকাশিত ভিডিওতে দুবাইয়ের প্রস্তুতি নিয়ে পরশু তানজিম হাসান সাকিব বলেছেন, ‘আমরা রাতের ফ্লাইটে (গত বুধবার) দুবাই এসে পরদিন বিশ্রাম নিয়েছি, তাই আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভালো হয়েছে। অনুশীলনের পর শরীর আরও চাঙা লাগছে।’ আজকের প্রস্তুতি ম্যাচের গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে মূল ম্যাচের প্রস্তুতি নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে ব্যাটারদের কষ্ট হয়—এসব বোঝার চেষ্টা করব।’
বাংলাদেশ দলে অভিজ্ঞতার দিক বেশ এগিয়ে আছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা ছয় ক্রিকেটার আছেন এই দলে। টুর্নামেন্টে অভিজ্ঞতায় ভারতের পরই বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা যেমন আছে, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক ফর্মও যথেষ্ট ভালো। তারুণ্যনির্ভর এই দলে তরুণেরা নিজেদের বড় মঞ্চে মেলে ধরতে প্রস্তুত। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশ পড়েছে কঠিন এক গ্রুপে। ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের চ্যালেঞ্জ উতরে সেমিফাইনালে উঠতে কঠিন পথই পাড়ি দিতে হবে শান্তদের। প্রায় দুই মাস আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো প্রতিযোগিতামূলক ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে মূল অভিযানের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ শান্তদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে