ক্রীড়া ডেস্ক

মুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় তীব্র সমালোচনা হচ্ছিল মুশফিককে নিয়ে। গত রাতে ওয়ানডে থেকে তিনি অবসরই ঘোষণা দিয়েছেন। অবসর ঘোষণার পর মুশফিককে নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর সতীর্থরা নানাভাবে ভালোবাসা প্রকাশ করেছেন অসাধারণ এক ক্যারিয়ার শেষ করায়। তবে মুশফিকের স্ত্রী মন্ডি জানিয়েছেন এমন কিছু বিষয়, যেটি ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন আর সততাই ফুটে উঠেছে, ‘আমি একজন সৎ মানুষ পেয়ে সত্যিই ভাগ্যবান। সে সত্যিই অজু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক ব্যক্তি। আমার ছেলেরা তোমার খুব ভক্ত। আশা করি শাহরুজ তোমার গুনগুলো পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’
মন্ডি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ওয়ানডে থেকে অনেক সন্তুষ্টি নিয়ে তুমি অবসর নিতে পেরেছ। তোমার ওয়ানডে ক্যারিয়ার দারুণ ছিল আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট না আসা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে তুমি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২০টা পেইনকিলার খেয়েছে। তুমি নিজের জন্য খেলেনি। দলের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থেকেই খেলেছ। জানি এই সিদ্ধান্তটা কঠিন। ইনশা আল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’
শুধু খেলার প্রতি নিবেদনই নয়, মুশফিক নিজের চিন্তা-দর্শনের সঙ্গে কখনো আপস করেননি। ধর্মীয় বিধিনিষেধ মেনে জার্সিতে কোনো বেটিং বা অ্যালকোহল কোম্পানির লোগো ব্যবহার করেননি বাংলাদেশের এই তারকা উইকেটকিপার ব্যাটার।

মুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় তীব্র সমালোচনা হচ্ছিল মুশফিককে নিয়ে। গত রাতে ওয়ানডে থেকে তিনি অবসরই ঘোষণা দিয়েছেন। অবসর ঘোষণার পর মুশফিককে নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর সতীর্থরা নানাভাবে ভালোবাসা প্রকাশ করেছেন অসাধারণ এক ক্যারিয়ার শেষ করায়। তবে মুশফিকের স্ত্রী মন্ডি জানিয়েছেন এমন কিছু বিষয়, যেটি ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন আর সততাই ফুটে উঠেছে, ‘আমি একজন সৎ মানুষ পেয়ে সত্যিই ভাগ্যবান। সে সত্যিই অজু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক ব্যক্তি। আমার ছেলেরা তোমার খুব ভক্ত। আশা করি শাহরুজ তোমার গুনগুলো পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’
মন্ডি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ওয়ানডে থেকে অনেক সন্তুষ্টি নিয়ে তুমি অবসর নিতে পেরেছ। তোমার ওয়ানডে ক্যারিয়ার দারুণ ছিল আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট না আসা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে তুমি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২০টা পেইনকিলার খেয়েছে। তুমি নিজের জন্য খেলেনি। দলের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থেকেই খেলেছ। জানি এই সিদ্ধান্তটা কঠিন। ইনশা আল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’
শুধু খেলার প্রতি নিবেদনই নয়, মুশফিক নিজের চিন্তা-দর্শনের সঙ্গে কখনো আপস করেননি। ধর্মীয় বিধিনিষেধ মেনে জার্সিতে কোনো বেটিং বা অ্যালকোহল কোম্পানির লোগো ব্যবহার করেননি বাংলাদেশের এই তারকা উইকেটকিপার ব্যাটার।

দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
৮ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
১২ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে