
পাকিস্তান দলের কঠিন সময়ে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ হাফিজ। দায়িত্ব পাওয়ার তিন মাস না পেরোনোর আগেই সহায়তার হাত বাড়ানো হাফিজকে ছাঁটাই করে পিসিবি। পিসিবির নতুন সভাপতি মহসিন নাকভি আসার পরেই চাকরি হারিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
চাকরি হারিয়ে পরে পিসিবির নতুন নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন হাফিজ। সে সময় সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি। কিন্তু বোর্ডে নতুন নেতৃত্ব আসায় দুই মাসেই শেষ হয় তাঁর মেয়াদ।
বাবর আজম-মোহম্মদ রিজওয়ানদের টিম ডিরেক্টর পদ হারানোর এক মাসের বেশি হয়েছে হাফিজের। কিন্তু এখনো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। সাবেক অধিনায়কের বকেয়া টাকা না পাওয়ার বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাফিজ তাঁর চুক্তিবদ্ধ অর্থ এখনো পাননি। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত ছিল। পিসিবির সভাপতি মহসিন নাকভির ব্যস্ত সূচির কারণে সমস্যাটির সমাধান এখনো হয়নি। ফলে হাফিজের সঙ্গে সাক্ষাৎ এবং বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। প্রচেষ্টা সত্ত্বেও হাফিজ দেশে ফিরে নাকভির সঙ্গে দেখা করতে পারেননি।
বর্তমানে স্থানীয় এক টেলিভিশনে বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন হাফিজ। পিসিবির সাবেক সভাপতি জাকা আশরাফের মেয়াদের সময় টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছিলেন এই অলরাউন্ডার। ডিরেক্টরের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় তাঁর অধীনে অজিদের কাছে টেস্টে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

পাকিস্তান দলের কঠিন সময়ে টিম ডিরেক্টর হিসেবে পিসিবির পাশে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ হাফিজ। দায়িত্ব পাওয়ার তিন মাস না পেরোনোর আগেই সহায়তার হাত বাড়ানো হাফিজকে ছাঁটাই করে পিসিবি। পিসিবির নতুন সভাপতি মহসিন নাকভি আসার পরেই চাকরি হারিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
চাকরি হারিয়ে পরে পিসিবির নতুন নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন হাফিজ। সে সময় সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি। কিন্তু বোর্ডে নতুন নেতৃত্ব আসায় দুই মাসেই শেষ হয় তাঁর মেয়াদ।
বাবর আজম-মোহম্মদ রিজওয়ানদের টিম ডিরেক্টর পদ হারানোর এক মাসের বেশি হয়েছে হাফিজের। কিন্তু এখনো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। সাবেক অধিনায়কের বকেয়া টাকা না পাওয়ার বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাফিজ তাঁর চুক্তিবদ্ধ অর্থ এখনো পাননি। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত ছিল। পিসিবির সভাপতি মহসিন নাকভির ব্যস্ত সূচির কারণে সমস্যাটির সমাধান এখনো হয়নি। ফলে হাফিজের সঙ্গে সাক্ষাৎ এবং বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। প্রচেষ্টা সত্ত্বেও হাফিজ দেশে ফিরে নাকভির সঙ্গে দেখা করতে পারেননি।
বর্তমানে স্থানীয় এক টেলিভিশনে বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন হাফিজ। পিসিবির সাবেক সভাপতি জাকা আশরাফের মেয়াদের সময় টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছিলেন এই অলরাউন্ডার। ডিরেক্টরের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় তাঁর অধীনে অজিদের কাছে টেস্টে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৯ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩ ঘণ্টা আগে