
১৭ বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল ভারত। এমন অর্জনের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আর্থিক পুরস্কারের বণ্টন পছন্দ না হওয়ায়, নিজের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোচ রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আড়ালের নায়ক ছিলেন কোচরা। চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল পেয়েছেন ৫ কোটি রুপি। তবে রাহুলের তিন সহকারী কোচের বোনাসের পরিমাণ আড়াই কোটি রুপি, এই তারতম্য পছন্দ হয়নি তাঁর। সহকর্মীদের সঙ্গে নিজের বোনাসের সামঞ্জস্য রেখে বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ রাহুল আড়াই কোটি রেখে বাকিটা ফিরিয়ে দিয়েছেন, সাবেক হয়ে যাওয়া এই ভারতীয় কোচ।
বোনাসের অসম বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেছেন, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের চেয়ে বেশি টাকা নিতে পারবেন না।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা অবশ্য রাহুলের এমন সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখছেন, ‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চারজন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কোচিং স্টাফদের মধ্যে বোনাসের এমন অসম বণ্টন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রতিবাদ জানাননি রাহুল। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য ৫০ লাখ রুপি বোনাস পেয়েছিলেন। দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি দেওয়া হয়। পরে বিসিসিআইকে চ্যাম্পিয়ন দলের সকলের মধ্যে সমান ২৫ লাখ রুপি বণ্টনের অনুরোধ জানান এই কোচ।

১৭ বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল ভারত। এমন অর্জনের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আর্থিক পুরস্কারের বণ্টন পছন্দ না হওয়ায়, নিজের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোচ রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আড়ালের নায়ক ছিলেন কোচরা। চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল পেয়েছেন ৫ কোটি রুপি। তবে রাহুলের তিন সহকারী কোচের বোনাসের পরিমাণ আড়াই কোটি রুপি, এই তারতম্য পছন্দ হয়নি তাঁর। সহকর্মীদের সঙ্গে নিজের বোনাসের সামঞ্জস্য রেখে বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ রাহুল আড়াই কোটি রেখে বাকিটা ফিরিয়ে দিয়েছেন, সাবেক হয়ে যাওয়া এই ভারতীয় কোচ।
বোনাসের অসম বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেছেন, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের চেয়ে বেশি টাকা নিতে পারবেন না।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা অবশ্য রাহুলের এমন সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখছেন, ‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চারজন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কোচিং স্টাফদের মধ্যে বোনাসের এমন অসম বণ্টন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রতিবাদ জানাননি রাহুল। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য ৫০ লাখ রুপি বোনাস পেয়েছিলেন। দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি দেওয়া হয়। পরে বিসিসিআইকে চ্যাম্পিয়ন দলের সকলের মধ্যে সমান ২৫ লাখ রুপি বণ্টনের অনুরোধ জানান এই কোচ।

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৮ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে