ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।
ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এবার খেলছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটারা। এই টুর্নামেন্টে বেতন বকেয়া থাকার ব্যাপারে ক্রিকইনফো গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, মঙ্গলবার পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের বিদ্রোহের কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে। বেশির ভাগ ক্রিকেটার পারিশ্রমিকই পাননি। যেখানে টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগে পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার কথা টুর্নামেন্ট কর্তৃপক্ষের।
ম্যাক্স সিক্সটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরশু সন্ধ্যায় একটি পোস্ট করেছিল। সেখানে লিখেছিল,‘মাঠের বাইরের ঘটনায় সেদিনের সব ম্যাচগুলো বাতিল করা হয়েছিল। ফাইনাল বৃহস্পতিবার কেমান দ্বীপপুঞ্জের জর্জটাউনের স্থানীয় সময়ের বেলা দুইটায় ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে হওয়ার কথা’। যেখানে লিগ পর্যায়ে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থেকে শেষ করেছিল। পরবর্তীতে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট পোস্টটি ডিলিট করে। গতকাল স্থানীয় সময় সকালে ‘রানারআপ প্লে-অফ নামে’ একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস ও ভেগাস ভাইকিংসের।
ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, ‘ক্রিকেটাররা যে চুক্তি অনুযায়ী টাকা এখনো পায়নি, সেটা খুবই হতাশাজনক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অর্থহীন কিছু কাগজ তৈরি করে খেলোয়াড়দের চুক্তি করা হয়েছে। এটা এক ধরনের নিষিদ্ধ ক্রিকেট লিগ। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের রক্ষা করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।’
ক্যারিবিয়ান টাইগার্স-মায়ামি ব্লেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স-ভেগাস ভাইকিংস, ফ্লোরিডা লায়নস-কেম্যান বে স্টিংরেজ—বুধবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। যার মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে ‘রানারআপ প্লে-অফ’ টুর্নামেন্টে গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস- ভেগাস ভাইকিংস মুখোমুখি হলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ক্যারিবিয়ান টাইগার্সকে। আর মায়ামি ব্লেজের হয়ে সাকিব এবার ৫ ম্যাচ খেলে করেছেন ৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

টি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।
ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এবার খেলছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটারা। এই টুর্নামেন্টে বেতন বকেয়া থাকার ব্যাপারে ক্রিকইনফো গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, মঙ্গলবার পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের বিদ্রোহের কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে। বেশির ভাগ ক্রিকেটার পারিশ্রমিকই পাননি। যেখানে টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগে পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার কথা টুর্নামেন্ট কর্তৃপক্ষের।
ম্যাক্স সিক্সটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরশু সন্ধ্যায় একটি পোস্ট করেছিল। সেখানে লিখেছিল,‘মাঠের বাইরের ঘটনায় সেদিনের সব ম্যাচগুলো বাতিল করা হয়েছিল। ফাইনাল বৃহস্পতিবার কেমান দ্বীপপুঞ্জের জর্জটাউনের স্থানীয় সময়ের বেলা দুইটায় ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে হওয়ার কথা’। যেখানে লিগ পর্যায়ে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থেকে শেষ করেছিল। পরবর্তীতে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট পোস্টটি ডিলিট করে। গতকাল স্থানীয় সময় সকালে ‘রানারআপ প্লে-অফ নামে’ একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস ও ভেগাস ভাইকিংসের।
ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, ‘ক্রিকেটাররা যে চুক্তি অনুযায়ী টাকা এখনো পায়নি, সেটা খুবই হতাশাজনক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অর্থহীন কিছু কাগজ তৈরি করে খেলোয়াড়দের চুক্তি করা হয়েছে। এটা এক ধরনের নিষিদ্ধ ক্রিকেট লিগ। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের রক্ষা করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।’
ক্যারিবিয়ান টাইগার্স-মায়ামি ব্লেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স-ভেগাস ভাইকিংস, ফ্লোরিডা লায়নস-কেম্যান বে স্টিংরেজ—বুধবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। যার মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে ‘রানারআপ প্লে-অফ’ টুর্নামেন্টে গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস- ভেগাস ভাইকিংস মুখোমুখি হলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ক্যারিবিয়ান টাইগার্সকে। আর মায়ামি ব্লেজের হয়ে সাকিব এবার ৫ ম্যাচ খেলে করেছেন ৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২ ঘণ্টা আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
২ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩ ঘণ্টা আগে