
দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ। এই সময়ে প্রোটিয়াদের সমস্যা বেড়েই চলেছে। দলের আরও এক তারকা ক্রিকেটারকে পাকিস্তান সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
জেরাল্ড কোয়েটজিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানে প্রথম টেস্ট চলার সময়ই। শেষ পর্যন্ত আশঙ্কাটা সত্যি হলো। স্ক্যানের পর তাঁর ডান কুঁচকিতে চোট ধরা পড়েছে। তাতে ৬ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের প্রায় অর্ধেক সময় চলে যাবে কোয়েটজির সেরে উঠতে। এদিকে ১০ ডিসেম্বর ডারবানে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সমান সংখ্যক ওয়ানডেও খেলবে দল দুটি। ১৭, ১৯ ও ২২ ডিসেম্বর হবে ওয়ানডে তিনটি। ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের দুই টেস্ট।
কোয়েটজির পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে আসছেন কেওনা মাফাকা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাফাকা এখন পর্যন্ত খেলেছেন ৩ টি-টোয়েন্টি। এই তিনটি ম্যাচ তিনি খেলেছেন এ বছরের আগস্টে। বৃহস্পতিবার পোর্ট এলিজাবেথে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট।
এর আগে লুঙ্গি এনগিদিকে হারানোর দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা পায় ১৪ নভেম্বর। তিনিও কুঁচকির চোটে পড়েছেন। শ্রীলঙ্কা-পাকিস্তান কোনো সিরিজেই খেলা হচ্ছে না প্রোটিয়া এই পেসারের।
ডারবানে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে চোটে পড়েন কোয়েটজি। তিন ওভারের একটি স্পেল করার পর থেমে যান তিনি। পরবর্তীতে আবার যখন বোলিংয়ে আসেন, তখন বোলিং করেছেন ২ ওভার।
সিরিজের প্রথম টেস্টে ডারবানে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ৮৬ রানে ১১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্কো ইয়ানসেন। টেস্টে এক ম্যাচে এই প্রথম ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।

দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ। এই সময়ে প্রোটিয়াদের সমস্যা বেড়েই চলেছে। দলের আরও এক তারকা ক্রিকেটারকে পাকিস্তান সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
জেরাল্ড কোয়েটজিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানে প্রথম টেস্ট চলার সময়ই। শেষ পর্যন্ত আশঙ্কাটা সত্যি হলো। স্ক্যানের পর তাঁর ডান কুঁচকিতে চোট ধরা পড়েছে। তাতে ৬ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের প্রায় অর্ধেক সময় চলে যাবে কোয়েটজির সেরে উঠতে। এদিকে ১০ ডিসেম্বর ডারবানে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সমান সংখ্যক ওয়ানডেও খেলবে দল দুটি। ১৭, ১৯ ও ২২ ডিসেম্বর হবে ওয়ানডে তিনটি। ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের দুই টেস্ট।
কোয়েটজির পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে আসছেন কেওনা মাফাকা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাফাকা এখন পর্যন্ত খেলেছেন ৩ টি-টোয়েন্টি। এই তিনটি ম্যাচ তিনি খেলেছেন এ বছরের আগস্টে। বৃহস্পতিবার পোর্ট এলিজাবেথে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট।
এর আগে লুঙ্গি এনগিদিকে হারানোর দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা পায় ১৪ নভেম্বর। তিনিও কুঁচকির চোটে পড়েছেন। শ্রীলঙ্কা-পাকিস্তান কোনো সিরিজেই খেলা হচ্ছে না প্রোটিয়া এই পেসারের।
ডারবানে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে চোটে পড়েন কোয়েটজি। তিন ওভারের একটি স্পেল করার পর থেমে যান তিনি। পরবর্তীতে আবার যখন বোলিংয়ে আসেন, তখন বোলিং করেছেন ২ ওভার।
সিরিজের প্রথম টেস্টে ডারবানে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ৮৬ রানে ১১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্কো ইয়ানসেন। টেস্টে এক ম্যাচে এই প্রথম ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৪২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে