
নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। ভালো জুটি গড়তে হলে ব্যাটিং ইউনিটকে পরিশ্রম করতে হবে বলে তিনি মনে করেন। সাবিকুন নাহার জেসমিনের পরিবর্তে ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এসেছেন মারুফা আকতার। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ড, মালয়েশিয়ার বিপক্ষে টানা দুটি ফিফটি করেন মুর্শিদা।
ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে আছেন তিন লেগ স্পিনার রাবেয়া খান, রুমানা আহমেদ ও স্বর্ণা আকতার। লোয়ার অর্ডারে ঝড় তুলতেও সিদ্ধহস্ত স্বর্ণা। স্পিন আক্রমণে আরও আছেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। পেস আক্রমণে অভিজ্ঞ জাহানারা আলমের সঙ্গে থাকছেন মারুফা আকতার। আছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি।
ভারতের ব্যাটিং লাইন আপে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে থাকছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মার মতো তারকা ব্যাটাররা। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা আছেন ভারতের সেমিফাইনালের একাদশে।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, মারুফা আকতার
ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, উমা ছেত্রী, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং, দীপ্তি শর্মা

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। ভালো জুটি গড়তে হলে ব্যাটিং ইউনিটকে পরিশ্রম করতে হবে বলে তিনি মনে করেন। সাবিকুন নাহার জেসমিনের পরিবর্তে ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এসেছেন মারুফা আকতার। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে। টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ড, মালয়েশিয়ার বিপক্ষে টানা দুটি ফিফটি করেন মুর্শিদা।
ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে আছেন তিন লেগ স্পিনার রাবেয়া খান, রুমানা আহমেদ ও স্বর্ণা আকতার। লোয়ার অর্ডারে ঝড় তুলতেও সিদ্ধহস্ত স্বর্ণা। স্পিন আক্রমণে আরও আছেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। পেস আক্রমণে অভিজ্ঞ জাহানারা আলমের সঙ্গে থাকছেন মারুফা আকতার। আছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি।
ভারতের ব্যাটিং লাইন আপে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে থাকছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মার মতো তারকা ব্যাটাররা। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা আছেন ভারতের সেমিফাইনালের একাদশে।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, মারুফা আকতার
ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, উমা ছেত্রী, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং, দীপ্তি শর্মা

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৩ ঘণ্টা আগে