নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

পাকিস্তানি জার্সি পরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা এক বাংলাদেশি তরুণকে ধাওয়া করল মুক্তিযুদ্ধ মঞ্চ। আত্মরক্ষার্থে সেই তরুণ পরে একটি নালায় লাফ দেন। পরে খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়েন ওই পাকিস্তানি সমর্থক।
প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণের নাম জানা যায়নি। তবে তাঁকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নালায় তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে। আগে থেকেই ঘোষণা ছিল—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে এলেই প্রতিহত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি জার্সি পরা ওই তরুণ আসতেই তাঁকে আটকান তাঁরা।
এ সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। প্রথমেই তিনি বাংলাদেশি নাগরিক, না পাকিস্তানি সেটি জানতে চান তাঁরা। পাকিস্তানি নাগরিক হলে পাসপোর্ট দেখাতে বলেন। এর মধ্যেই অবশ্য তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেন সবাই। ততক্ষণে তাঁর গা থেকে জার্সি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে সাগরিকার বিটাক মোড়ের দিকে দৌড় দেন ওই তরুণ। তাঁর পিছু পিছু মুক্তিযুদ্ধ মঞ্চের ৩০-৪০ জন তরুণও দৌড় দিতে থাকেন। একপর্যায়ে আতঙ্কিত ওই তরুণ সড়কের পাশের নালায় নেমে পড়েন। পরে সেখানে গিয়ে ওই তরুণকে হাতে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন ওই নেতাকর্মীরা। এ সময় আর কোনো দিন পাকিস্তানি জার্সি পরবেন না জানিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে অবশ্য ওই তরুণকে ছেড়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এরপর বন্ধুকে নিয়ে স্টেডিয়াম এলাকা ছাড়েন ওই তরুণ।

পাকিস্তানি জার্সি পরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা এক বাংলাদেশি তরুণকে ধাওয়া করল মুক্তিযুদ্ধ মঞ্চ। আত্মরক্ষার্থে সেই তরুণ পরে একটি নালায় লাফ দেন। পরে খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়েন ওই পাকিস্তানি সমর্থক।
প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণের নাম জানা যায়নি। তবে তাঁকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নালায় তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে। আগে থেকেই ঘোষণা ছিল—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে এলেই প্রতিহত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি জার্সি পরা ওই তরুণ আসতেই তাঁকে আটকান তাঁরা।
এ সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। প্রথমেই তিনি বাংলাদেশি নাগরিক, না পাকিস্তানি সেটি জানতে চান তাঁরা। পাকিস্তানি নাগরিক হলে পাসপোর্ট দেখাতে বলেন। এর মধ্যেই অবশ্য তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেন সবাই। ততক্ষণে তাঁর গা থেকে জার্সি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে সাগরিকার বিটাক মোড়ের দিকে দৌড় দেন ওই তরুণ। তাঁর পিছু পিছু মুক্তিযুদ্ধ মঞ্চের ৩০-৪০ জন তরুণও দৌড় দিতে থাকেন। একপর্যায়ে আতঙ্কিত ওই তরুণ সড়কের পাশের নালায় নেমে পড়েন। পরে সেখানে গিয়ে ওই তরুণকে হাতে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন ওই নেতাকর্মীরা। এ সময় আর কোনো দিন পাকিস্তানি জার্সি পরবেন না জানিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে অবশ্য ওই তরুণকে ছেড়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এরপর বন্ধুকে নিয়ে স্টেডিয়াম এলাকা ছাড়েন ওই তরুণ।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩৭ মিনিট আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
২ ঘণ্টা আগে