Ajker Patrika

চট্টগ্রামে পাকিস্তান সমর্থককে ধাওয়া করল মুক্তিযুদ্ধ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ৩৮
চট্টগ্রামে পাকিস্তান সমর্থককে ধাওয়া করল মুক্তিযুদ্ধ মঞ্চ

পাকিস্তানি জার্সি পরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা এক বাংলাদেশি তরুণকে ধাওয়া করল মুক্তিযুদ্ধ মঞ্চ। আত্মরক্ষার্থে সেই তরুণ পরে একটি নালায় লাফ দেন। পরে খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়েন ওই পাকিস্তানি সমর্থক। 

প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণের নাম জানা যায়নি। তবে তাঁকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নালায় তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে। আগে থেকেই ঘোষণা ছিল—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে এলেই প্রতিহত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি জার্সি পরা ওই তরুণ আসতেই তাঁকে আটকান তাঁরা। 

এ সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। প্রথমেই তিনি বাংলাদেশি নাগরিক, না পাকিস্তানি সেটি জানতে চান তাঁরা। পাকিস্তানি নাগরিক হলে পাসপোর্ট দেখাতে বলেন। এর মধ্যেই অবশ্য তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেন সবাই। ততক্ষণে তাঁর গা থেকে জার্সি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। 
 
সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে সাগরিকার বিটাক মোড়ের দিকে দৌড় দেন ওই তরুণ। তাঁর পিছু পিছু মুক্তিযুদ্ধ মঞ্চের ৩০-৪০ জন তরুণও দৌড় দিতে থাকেন। একপর্যায়ে আতঙ্কিত ওই তরুণ সড়কের পাশের নালায় নেমে পড়েন। পরে সেখানে গিয়ে ওই তরুণকে হাতে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন ওই নেতাকর্মীরা। এ সময় আর কোনো দিন পাকিস্তানি জার্সি পরবেন না জানিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে অবশ্য ওই তরুণকে ছেড়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এরপর বন্ধুকে নিয়ে স্টেডিয়াম এলাকা ছাড়েন ওই তরুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত