
ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের জয় বলতে বিশ্বকাপে এই এক ম্যাচই। এরপর টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হারা আফগানিস্তান এবার বিশ্বকাপে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপে জয় পায় আফগানরা। দিল্লির পর চেন্নাইতে এরপর আরেক রূপকথার গল্প লিখেছে আফগানিস্তান। যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কাছাকাছিও জিততে পারছিল না আফগানরা, সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে। চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। যেখানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে ফেলেন ১২৮ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে আরও দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিল আফগানরা।
পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা আফগানিস্তান এরপর বিশ্বকাপে ধরে রেখেছে ভালোভাবেই। পুনেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ০ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় আফগানদের। তবু পথ হারায়নি আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে আফগানিস্তান ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে আফগানরা ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানদের বিপক্ষে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর গতকাল আফগানরা জিতেছে হেসে খেলে। লক্ষ্ণৌতে গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের লক্ষ্য আফগানরা ১১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আফগানদের হারায় অবাকও হয়েছেন আকাশ। কেননা বাংলাদেশকে হারালে ১০ পয়েন্ট নিয়ে আফগানরা এখন থাকত সেরা চারে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারটাই ২০২৩ বিশ্বকাপের আসল অঘটন। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারত, তাহলে আজ (গতকাল) রাতে তারা সেরা চারে ভালোভাবে থাকত।’
৮ পয়েন্ট ও-০.৩৩০ নেট রানরেট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। সমান ৮ পয়েন্ট থাকলেও প্লাস রানরেট থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে ৩ ও ৪ নম্বরে। আফগানরা নিজেদের শেষ দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ২ ম্যাচ জিততে পারে, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আফগানদের। আর অজি, প্রোটিয়াদের কোনো একটা দলকে যদি চমকে দেয়, তাহলে আফগানদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেখানে বেঙ্গালুরুতে এখন খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেরই অষ্টম ম্যাচ। আর অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে তিন ম্যাচ। যেখানে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের জয় বলতে বিশ্বকাপে এই এক ম্যাচই। এরপর টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হারা আফগানিস্তান এবার বিশ্বকাপে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপে জয় পায় আফগানরা। দিল্লির পর চেন্নাইতে এরপর আরেক রূপকথার গল্প লিখেছে আফগানিস্তান। যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কাছাকাছিও জিততে পারছিল না আফগানরা, সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে। চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। যেখানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে ফেলেন ১২৮ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে আরও দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিল আফগানরা।
পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা আফগানিস্তান এরপর বিশ্বকাপে ধরে রেখেছে ভালোভাবেই। পুনেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ০ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় আফগানদের। তবু পথ হারায়নি আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে আফগানিস্তান ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে আফগানরা ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানদের বিপক্ষে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর গতকাল আফগানরা জিতেছে হেসে খেলে। লক্ষ্ণৌতে গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের লক্ষ্য আফগানরা ১১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আফগানদের হারায় অবাকও হয়েছেন আকাশ। কেননা বাংলাদেশকে হারালে ১০ পয়েন্ট নিয়ে আফগানরা এখন থাকত সেরা চারে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারটাই ২০২৩ বিশ্বকাপের আসল অঘটন। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারত, তাহলে আজ (গতকাল) রাতে তারা সেরা চারে ভালোভাবে থাকত।’
৮ পয়েন্ট ও-০.৩৩০ নেট রানরেট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। সমান ৮ পয়েন্ট থাকলেও প্লাস রানরেট থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে ৩ ও ৪ নম্বরে। আফগানরা নিজেদের শেষ দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ২ ম্যাচ জিততে পারে, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আফগানদের। আর অজি, প্রোটিয়াদের কোনো একটা দলকে যদি চমকে দেয়, তাহলে আফগানদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেখানে বেঙ্গালুরুতে এখন খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেরই অষ্টম ম্যাচ। আর অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে তিন ম্যাচ। যেখানে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে