
১৯৯২ সাল থেকে দুঃস্বপ্নের শুরু। বৃষ্টির বাধা, ল্যানস ক্লুজনার-অ্যালান ডোনাল্ডের ভুল বোঝাবুঝিতে রানআউট, ডেল স্টেইনের কান্না—দক্ষিণ আফ্রিকার ভক্ত-সমর্থকদের এতদিন এগুলো তাড়া করত দুঃস্বপ্নের মতো। ৩২ বছরের সেই জুজু আজ প্রোটিয়ারা কাটাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকা যে কখনো আইসিসি ইভেন্টের শিরোপা জেতেনি তা নয়। ১৯৯৮ সালে বাংলাদেশে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জেতে প্রোটিয়ারা। তবে বিশ্বকাপ এলেই মুখ লুকাতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের সাতবার সেমিফাইনালে আটকে গেছে প্রোটিয়ারা। গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা যেখানে সেমিতেই ধরা খেয়েছেন বারবার, এইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়ারা এবার উঠল স্বপ্নের ফাইনালে। ত্রিনিদাদে আজ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চোকার্স তকমা দূর করে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে মাত্র এক জয় দূরে প্রোটিয়ারা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন বলেন, ‘তিনি (মার্করাম) খুব দারণ অধিনায়ক এবং সব সময় মাথা ঠান্ডা থাকেন। জয়টা আমরা উপভোগ করছি এবং আগামীকাল এমনটা আবারও করব।’
টস জিতে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই যেন বুমেরাং হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আফগানরা ১১.৫ ওভারে অলআউট হয়েছে ৫৬ রানে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০ রান ছাড়া বাকি আফগান ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ইয়ানসেন। যার মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইবকে ফিরিয়ে আফগানদের ধস নামানো শুরু হয় ইয়ানসেনের হাত ধরেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে এবং সুন্দরভাবে তা বাস্তবায়ন করেছে। পরিকল্পনায় শুধু অটুট থাকা ও সেরা বোলিং করাই ছিল আমাদের লক্ষ্য। উইকেটের মূল্যায়ন ঠিকমতো করতে পেরেছি এবং সেটা সাধারণভাবেই বাস্তবায়ন করতে চেয়েছি।’
আরও পড়ুন:

১৯৯২ সাল থেকে দুঃস্বপ্নের শুরু। বৃষ্টির বাধা, ল্যানস ক্লুজনার-অ্যালান ডোনাল্ডের ভুল বোঝাবুঝিতে রানআউট, ডেল স্টেইনের কান্না—দক্ষিণ আফ্রিকার ভক্ত-সমর্থকদের এতদিন এগুলো তাড়া করত দুঃস্বপ্নের মতো। ৩২ বছরের সেই জুজু আজ প্রোটিয়ারা কাটাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকা যে কখনো আইসিসি ইভেন্টের শিরোপা জেতেনি তা নয়। ১৯৯৮ সালে বাংলাদেশে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জেতে প্রোটিয়ারা। তবে বিশ্বকাপ এলেই মুখ লুকাতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের সাতবার সেমিফাইনালে আটকে গেছে প্রোটিয়ারা। গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা যেখানে সেমিতেই ধরা খেয়েছেন বারবার, এইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়ারা এবার উঠল স্বপ্নের ফাইনালে। ত্রিনিদাদে আজ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চোকার্স তকমা দূর করে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে মাত্র এক জয় দূরে প্রোটিয়ারা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন বলেন, ‘তিনি (মার্করাম) খুব দারণ অধিনায়ক এবং সব সময় মাথা ঠান্ডা থাকেন। জয়টা আমরা উপভোগ করছি এবং আগামীকাল এমনটা আবারও করব।’
টস জিতে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই যেন বুমেরাং হয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আফগানরা ১১.৫ ওভারে অলআউট হয়েছে ৫৬ রানে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০ রান ছাড়া বাকি আফগান ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন ইয়ানসেন। যার মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইবকে ফিরিয়ে আফগানদের ধস নামানো শুরু হয় ইয়ানসেনের হাত ধরেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে এবং সুন্দরভাবে তা বাস্তবায়ন করেছে। পরিকল্পনায় শুধু অটুট থাকা ও সেরা বোলিং করাই ছিল আমাদের লক্ষ্য। উইকেটের মূল্যায়ন ঠিকমতো করতে পেরেছি এবং সেটা সাধারণভাবেই বাস্তবায়ন করতে চেয়েছি।’
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩১ মিনিট আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৪ ঘণ্টা আগে