নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের উপস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাঁদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি প্রকাশে দেরির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ সকালেই চলে যাবে চট্টগ্রামে। সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায়। পরশু মিরপুরে হবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তাবিষয়ক ড্রেস রিহার্সাল।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, সেটির ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওদের খেলোয়াড়দের সংগঠন বিভিন্ন কথা শুনছে বাইরে থেকে। ওরা (পর্যবেক্ষক দল) সশরীরে ভিজিট করে দেখতে চাচ্ছে আসলে বাংলাদেশের পরিস্থিতি কী। এটা স্বাভাবিক প্রক্রিয়াই বলা যায়।’ বিসিবির প্রধান নির্বাহী আশাবাদী, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারবে, ‘একটা দলের নিরাপত্তা দেওয়া কঠিন কিছু নয়। ওরা গিয়ে রিপোর্ট বোর্ডকে দিক, তারপর সূচি প্রকাশ করা ভালো।’

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের উপস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাঁদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি প্রকাশে দেরির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ সকালেই চলে যাবে চট্টগ্রামে। সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায়। পরশু মিরপুরে হবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তাবিষয়ক ড্রেস রিহার্সাল।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, সেটির ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওদের খেলোয়াড়দের সংগঠন বিভিন্ন কথা শুনছে বাইরে থেকে। ওরা (পর্যবেক্ষক দল) সশরীরে ভিজিট করে দেখতে চাচ্ছে আসলে বাংলাদেশের পরিস্থিতি কী। এটা স্বাভাবিক প্রক্রিয়াই বলা যায়।’ বিসিবির প্রধান নির্বাহী আশাবাদী, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারবে, ‘একটা দলের নিরাপত্তা দেওয়া কঠিন কিছু নয়। ওরা গিয়ে রিপোর্ট বোর্ডকে দিক, তারপর সূচি প্রকাশ করা ভালো।’

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌঁড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩৫ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
১ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে