Ajker Patrika

সাকিবকে নিয়ে এখনো চলচ্চিত্র নির্মাণ না হওয়ায় বিস্মিত সৃজিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিবকে নিয়ে এখনো চলচ্চিত্র নির্মাণ না হওয়ায় বিস্মিত সৃজিত

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করার সূত্রে মাঝে মধ্যেই ঢাকায় আসেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এবার শ্বশুরবাড়িতে এসে সাকিব আল হাসানের খেলা মাঠে বসে দেখলেন তিনি। সঙ্গে জানিয়ে দিলেন তারকা অলরাউন্ডারকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের আগ্রহের কথা। 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের শেষ দিনে স্ত্রী মিথিলাকে নিয়ে গ্যালারিতে হাজির ছিলেন সৃজিত। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সাকিবকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী, ‘সাকিবকে নিয়ে এখনো কোনো চলচ্চিত্র হয়নি কেন ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, ভেবেছিলাম এত দিনে হুড়োহুড়ি লেগে যাবে কে (বায়োপিক) বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’ 

আজ সাকিবের ব্যাটিং নিয়ে সৃজিতের মূল্যায়ন, ‘ওর খেলা দেখে মন জুড়িয়ে গেছে। মনে আছে, কলকাতার ইডেন গাডেন্সে আজারউদ্দিন টানা ৫টা চার মেরে ম্যাচ জিতিয়েছিল। মিরপুরে এসে সেই স্মৃতিই মনে পড়ছে। আশা করি সাকিব এমন কিছুই আজকে করে দেখাবেন। বাংলাদেশ হয়তো জিতবে না, ড্র করতে পারবে।’ 

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনী অবলম্বনে ‘শাবাশ মিঠু’ নামে বলিউডে চলচ্চিত্র নির্মাণ করছেন সৃজিত। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। 

ক্রিকেটকে জীবনের ‘প্রথম প্রেম’ অভিহিত করে সৃজিত আরও জানান, ক্রিকেট তাকে যেভাবে উৎসাহিত করে সেভাবে অন্য কিছু করে না। 

শুধু সাকিব নন, মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক, রকিবুল হাসানের ব্যাটে ‘জয় বাংলা’ লিখে প্রতিবাদের ঘটনা উপজীব্য করেও চলচ্চিত্র নির্মাণের আগ্রহের কথা জানালেন সৃজিত। 

২০১০ সালে ‘অটোগ্রাফ’ নির্মাণ করে আলোচনায় আসেন সৃজিত। পরবর্তীতে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘ভিঞ্চি দা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘গুমনামি’, ‘জাতিস্মর’-এর মতো প্রশংসিত সিনেমা নির্মাণ করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত