দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি হবে বাংলাদেশের মাঠে। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা করেছে গত রাতে।
এবারের সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গত রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই সিরিজেই আইরিশদের অধিনায়ক গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
স্থায়ী অধিনায়ক হিসেবে লুইসের বাংলাদেশ সফরের দলে আছেন ওরলা প্রেন্ডারগার্স্ট, লরা ডেলানির মতো তারকা অলরাউন্ডাররা। প্রেন্ডারগার্স্ট আয়ারল্যান্ডকে দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে এ বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়। ডেলানি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রয়েছে ৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৩৯ ওয়ানডে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন আইরিশ এই অলরাউন্ডার। পুরো ওয়ানডে ক্যারিয়ারেও তাঁর ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ তখন ৭ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে সবশেষ এই দল মুখোমুখি হয়েছে আরও আগে। ২০১৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৭ উইকেটের জয়। এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু শুরুর সময়
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর সকাল ১০টা
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর সকাল ১০টা
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর সকাল ১০টা
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট বেলা ২টা
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট বেলা ২টা
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট সকাল ১০টা
দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি হবে বাংলাদেশের মাঠে। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা করেছে গত রাতে।
এবারের সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গত রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই সিরিজেই আইরিশদের অধিনায়ক গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
স্থায়ী অধিনায়ক হিসেবে লুইসের বাংলাদেশ সফরের দলে আছেন ওরলা প্রেন্ডারগার্স্ট, লরা ডেলানির মতো তারকা অলরাউন্ডাররা। প্রেন্ডারগার্স্ট আয়ারল্যান্ডকে দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে এ বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়। ডেলানি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রয়েছে ৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৩৯ ওয়ানডে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন আইরিশ এই অলরাউন্ডার। পুরো ওয়ানডে ক্যারিয়ারেও তাঁর ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ তখন ৭ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে সবশেষ এই দল মুখোমুখি হয়েছে আরও আগে। ২০১৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৭ উইকেটের জয়। এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু শুরুর সময়
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর সকাল ১০টা
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর সকাল ১০টা
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর সকাল ১০টা
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট বেলা ২টা
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট বেলা ২টা
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট সকাল ১০টা
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন মাদ্রিদের আদালত।
১০ ঘণ্টা আগেসমুদ্র ঘেঁষা গলের উইকেটের সঙ্গে স্পিনের বন্ধুত্বটা অনেকদিনের। এমনকি প্রথম দিন থেকেই উইকেটে ধরতে থাকে স্পিন। পিচ ভেঙে ফাটলও তৈরি হয়। তাই কাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ গলের উইকেটকে কেন্দ্র করে।
১৩ ঘণ্টা আগেসিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাছাইপর্ব রাউন্ড শুরু হয়েছে। পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে ১৪ দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার সম্মিলিত স্কোর ছিল ১৯৬০। ফলে প্রথম রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিপাইনের।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে খেলেই টেস্ট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দীর্ঘ ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করতে ম্যাথুস নিশ্চিতভাবেই চাইবেন। তারকা অলরাউন্ডারের বিদায়টা রাঙাতে চাইবেন তাঁর সতীর্থরাও।
১৪ ঘণ্টা আগে