
দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি হবে বাংলাদেশের মাঠে। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা করেছে গত রাতে।
এবারের সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গত রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই সিরিজেই আইরিশদের অধিনায়ক গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
স্থায়ী অধিনায়ক হিসেবে লুইসের বাংলাদেশ সফরের দলে আছেন ওরলা প্রেন্ডারগার্স্ট, লরা ডেলানির মতো তারকা অলরাউন্ডাররা। প্রেন্ডারগার্স্ট আয়ারল্যান্ডকে দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে এ বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়। ডেলানি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রয়েছে ৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৩৯ ওয়ানডে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন আইরিশ এই অলরাউন্ডার। পুরো ওয়ানডে ক্যারিয়ারেও তাঁর ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ তখন ৭ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে সবশেষ এই দল মুখোমুখি হয়েছে আরও আগে। ২০১৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৭ উইকেটের জয়। এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু শুরুর সময়
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর সকাল ১০টা
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর সকাল ১০টা
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর সকাল ১০টা
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট বেলা ২টা
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট বেলা ২টা
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট সকাল ১০টা

দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি হবে বাংলাদেশের মাঠে। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা করেছে গত রাতে।
এবারের সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গত রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই সিরিজেই আইরিশদের অধিনায়ক গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
স্থায়ী অধিনায়ক হিসেবে লুইসের বাংলাদেশ সফরের দলে আছেন ওরলা প্রেন্ডারগার্স্ট, লরা ডেলানির মতো তারকা অলরাউন্ডাররা। প্রেন্ডারগার্স্ট আয়ারল্যান্ডকে দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে এ বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়। ডেলানি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রয়েছে ৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৩৯ ওয়ানডে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন আইরিশ এই অলরাউন্ডার। পুরো ওয়ানডে ক্যারিয়ারেও তাঁর ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ তখন ৭ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে সবশেষ এই দল মুখোমুখি হয়েছে আরও আগে। ২০১৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৭ উইকেটের জয়। এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু শুরুর সময়
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর সকাল ১০টা
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর সকাল ১০টা
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর সকাল ১০টা
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট বেলা ২টা
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট বেলা ২টা
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট সকাল ১০টা

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে