নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ১১ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে স্পষ্টই ‘অগ্নি’ পরীক্ষার দিকে চলে গেলেন নুরুল হাসান সোহানরা। এ জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে কুমিল্লা ও রংপুরের ১৬ পয়েন্ট করে।
নেট রান রেটে এগিয়ে থেকে দুই ও তিনে যথাক্রমে—রংপুর ও কুমিল্লা। লিগ পর্বে শীর্ষে দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে দুদলকে। কিন্তু লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা একে অপরের বিপক্ষেই খেলবে। যারা জিতবে তারা সিলেটের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলবে। হেরে যাওয়া দল এলিমিনেটরে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। তাই কুমিল্লা-রংপুরের জন্য শেষ ম্যাচটি অগ্নি পরীক্ষাই।
লিগ পর্বে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে যথাক্রমে—রংপুর ও কুমিল্লা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে বরিশাল।
বিপিএলে প্রশংসিত মিরপুরের উইকেট গত দুদিন ধরে যেন কিছুটা রূপ বদল করেছে। ১২০ স্কোর করতেই হাঁসফাঁস অবস্থা দলগুলোর। আজ দিনের প্রথম ম্যাচে মাত্র ১১৩ রান করেছিল খুলনা। পরে এ রান তাড়া করতে ঘাম ছুটেছে সিলেটের ব্যাটারদের।
এ দিক থেকে আগে ব্যাটিং করে চট্টগ্রাম একটু বেশিই স্কোর তুলেছে। ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৩২ রান। জিয়াউর রহমান ৩৩ ও তৌফিক খানের ২৮ রান ছাড়া উল্লেযোগ্য কেউ ইনিংস খেলতে পারেননি। রংপুরের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার হারিস রউফ।
চট্টগ্রামের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তাড়া করেছে রংপুর। আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ প্রথম ম্যাচে নেমেই ঝড় তুললেন। ৩০ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। রনি তালুকদারের ব্যাট থেকে আসে ২৮ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ১১ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে স্পষ্টই ‘অগ্নি’ পরীক্ষার দিকে চলে গেলেন নুরুল হাসান সোহানরা। এ জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে কুমিল্লা ও রংপুরের ১৬ পয়েন্ট করে।
নেট রান রেটে এগিয়ে থেকে দুই ও তিনে যথাক্রমে—রংপুর ও কুমিল্লা। লিগ পর্বে শীর্ষে দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে দুদলকে। কিন্তু লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা একে অপরের বিপক্ষেই খেলবে। যারা জিতবে তারা সিলেটের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলবে। হেরে যাওয়া দল এলিমিনেটরে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। তাই কুমিল্লা-রংপুরের জন্য শেষ ম্যাচটি অগ্নি পরীক্ষাই।
লিগ পর্বে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে যথাক্রমে—রংপুর ও কুমিল্লা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে বরিশাল।
বিপিএলে প্রশংসিত মিরপুরের উইকেট গত দুদিন ধরে যেন কিছুটা রূপ বদল করেছে। ১২০ স্কোর করতেই হাঁসফাঁস অবস্থা দলগুলোর। আজ দিনের প্রথম ম্যাচে মাত্র ১১৩ রান করেছিল খুলনা। পরে এ রান তাড়া করতে ঘাম ছুটেছে সিলেটের ব্যাটারদের।
এ দিক থেকে আগে ব্যাটিং করে চট্টগ্রাম একটু বেশিই স্কোর তুলেছে। ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৩২ রান। জিয়াউর রহমান ৩৩ ও তৌফিক খানের ২৮ রান ছাড়া উল্লেযোগ্য কেউ ইনিংস খেলতে পারেননি। রংপুরের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার হারিস রউফ।
চট্টগ্রামের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তাড়া করেছে রংপুর। আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ প্রথম ম্যাচে নেমেই ঝড় তুললেন। ৩০ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। রনি তালুকদারের ব্যাট থেকে আসে ২৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৮ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১৬ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে