ক্রীড়া ডেস্ক

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যেন গত রাতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের তিন বাংলাদেশি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ঘুরেছেন স্টেডিয়াম। হাস্যোজ্জ্বল তিন ক্রিকেটারকে একসঙ্গে মাঠে গল্প করতেও দেখা গেছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে গত রাতে হারিয়ে তৃতীয়বার পিএসএল শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রুদ্ধশ্বাস জয়ে লাহোর কালান্দার্স ভেঙে দিয়েছে ১১ বছরের পুরোনো রেকর্ড। ২০২৫ পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের মুহূর্ত পোস্ট করছে সামাজিক মাধ্যমে। সাকিব, মিরাজ, রিশাদকে নিয়ে আজ বিকেলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করেছে লাহোর কালান্দার্স। শিরোপা হাতে নিয়েও বাংলাদেশের তিন ক্রিকেটার ছবি তুলেছেন। লাহোর লিখেছে, ‘কালান্দার্স পরিবার। আমাদের বাংলাদেশি ত্রয়ী।’ পোস্ট দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই সাকিব-রিশাদদের অভিনন্দন জানিয়েছেন।
তিন বাংলাদেশি লাহোর কালান্দার্সে থাকলেও মিরাজের এবারের পিএসএলে কোনো ম্যাচই খেলা হয়নি। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে রিশাদ এবারের পিএসএলে প্রথম খেলতে এসেই ১৩ উইকেট নিয়েছেন। আর সাকিব পিএসএলে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এই টুর্নামেন্ট দিয়েই সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব।
২০২৫ পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স পেয়েছে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। আর রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে ২ লাখ ডলার। যা ২ কোটি ৪৩ লাখ টাকা। টুর্নামেন্টসেরা অলরাউন্ডার সিকান্দার রাজা পেয়েছেন ৩৫ লাখ পাকিস্তানি রুপি (১৫ লাখ টাকা)। রাজার ৭ বলে ২২ রানে ইনিংসের কারণেই গত রাতে শিরোপা জিতেছে লাহোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যেন গত রাতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের তিন বাংলাদেশি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ঘুরেছেন স্টেডিয়াম। হাস্যোজ্জ্বল তিন ক্রিকেটারকে একসঙ্গে মাঠে গল্প করতেও দেখা গেছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে গত রাতে হারিয়ে তৃতীয়বার পিএসএল শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রুদ্ধশ্বাস জয়ে লাহোর কালান্দার্স ভেঙে দিয়েছে ১১ বছরের পুরোনো রেকর্ড। ২০২৫ পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের মুহূর্ত পোস্ট করছে সামাজিক মাধ্যমে। সাকিব, মিরাজ, রিশাদকে নিয়ে আজ বিকেলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করেছে লাহোর কালান্দার্স। শিরোপা হাতে নিয়েও বাংলাদেশের তিন ক্রিকেটার ছবি তুলেছেন। লাহোর লিখেছে, ‘কালান্দার্স পরিবার। আমাদের বাংলাদেশি ত্রয়ী।’ পোস্ট দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই সাকিব-রিশাদদের অভিনন্দন জানিয়েছেন।
তিন বাংলাদেশি লাহোর কালান্দার্সে থাকলেও মিরাজের এবারের পিএসএলে কোনো ম্যাচই খেলা হয়নি। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে রিশাদ এবারের পিএসএলে প্রথম খেলতে এসেই ১৩ উইকেট নিয়েছেন। আর সাকিব পিএসএলে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এই টুর্নামেন্ট দিয়েই সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব।
২০২৫ পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স পেয়েছে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। আর রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে ২ লাখ ডলার। যা ২ কোটি ৪৩ লাখ টাকা। টুর্নামেন্টসেরা অলরাউন্ডার সিকান্দার রাজা পেয়েছেন ৩৫ লাখ পাকিস্তানি রুপি (১৫ লাখ টাকা)। রাজার ৭ বলে ২২ রানে ইনিংসের কারণেই গত রাতে শিরোপা জিতেছে লাহোর।

প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে