নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।
৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।

মেলবোর্ন রেনেগার্ডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড সিরিজ’ শুরু করেছিল বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচেই দেখল তারা হার। টিও স্টেডিয়ামে আজ তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হেরেছে এইচপি। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরে জমা করে তারা। জ্যাক ডোরেনের ব্যাটিং তাণ্ডবে ৩ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া করেছে তাসমানিয়া।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তাসমানিয়া। ওপেনার নিক ডেভিস ২৩ বলে ৩০ করলেও টপ অর্ডারের বাকি দুই ব্যাটার—টপ ওয়ার্ড ৬ ও নিভেথান রাধাকৃষ্ণ ৫ রান হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
চতুর্থ উইকেটে ডোরেন ও চার্লি ওয়াকিমের ৬৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের গতিপথ। ডোরেন ৩টি ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ওয়াকিমের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে রাফায়েল ম্যাকমিলান অপরাজিত ৯ বলে ১৭ রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার আগে টস জিতে বিসিবি এইচপিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাসমানিয়ার অধিনায়ক টিম ওয়ার্ড। জিসান আলম-তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.৩ ওভারে ওপেনিং জুটিতে ৭৩ রান যোগ করে বিসিবি এইচপি। এরপরই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খেই হারায় তারা। জিসান ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৮, তামিম ২৯ বলে ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ফেরেন ১০ রানে।
৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আজ খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন এ বাঁহাতি ব্যাটার। আকবর আলীর ব্যাট থেকে আসে ২০ রান। ৫ উইকেটে ১৬৬ রানের লড়াকু স্কোরই পেয়েছিল এইচপি। তবে ডোরেনের তাণ্ডবে সবকিছুই বিফলে যায়। তাসমানিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন গেইব বেল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৩ ঘণ্টা আগে