
‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-ক্রিকেটে বহুল প্রচলিত কথা অনেকেই শুনেছেন। কাউন্টি ডিভিশন টুতে সাসেক্সের হয়ে অধিনায়ক চেতেশ্বর পূজারা এই প্রবাদের যথার্থতা প্রমাণ করছিলেন। দারুণ ছন্দে থাকা পূজারার সামনে হঠাৎই ঘটল বিপদ। তাঁর নিষেধাজ্ঞার পাশাপাশি দলও পড়েছে বিপদে।
১০ সেপ্টেম্বর হাভ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে লেস্টারশায়ার-সাসেক্স ম্যাচ। চার দিনের এই ম্যাচে ১৫ রানের রুদ্ধশ্বাস জয় পায় সাসেক্স। খেলোয়াড়দের অসদাচরণের কারণে সাসেক্সের থেকে ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়। একই সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পূজারা। এই মৌসুমে নির্ধারিত চার পেনাল্টি পাওয়ায় ভারতীয় ব্যাটার আপনাআপনিই নিষেধাজ্ঞা পেয়ে যান। পরের ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক পূজারা। ১২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে আছে সাসেক্স। এক নম্বরে থাকা ডারহামের পয়েন্ট ১৯৮। ১৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ওরচেস্টারশায়ার।
শুধু তাই নয়, ডার্বিশায়ারের বিপক্ষে জ্যাক কারসন, টম হেইনস, আরি কারভেলাস-এই তিন খেলোয়াড়কেও পাচ্ছে না সাসেক্স। সাসেক্স কোচ পল ফারব্রেস তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফারব্রেস বলেন, ‘জ্যাক ও টমকে আমরা ডার্বিশায়ারের বিপক্ষে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আম্পায়ার ও ম্যাচ রেফারি তাদের লেভেল ওয়ান ও লেভেল টু অনুযায়ী অভিযুক্ত করেছেন। একারণে আমাদের পদক্ষেপ নিতেই হতো। তাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা এমন আচরণ সহ্য করব না। শেষ পর্যন্ত আমরা চেতেশ্বরকে হারালাম। আমাদের থেকে ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।’
লেস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে ৪৯৯ রান যখন তাড়া করছিল, তখনের ঘটনা। লেস্টারশায়ার উইকেটরক্ষক ব্যাটার বেন কক্স যখন রান করছিলেন, তখন কক্সের পায়ে পাড়া দিয়ে বসেন কারসন। কারসনকে লেভেল টু অনুযায়ী অভিযুক্ত করা হয়। হেইনসকে লেভেল ওয়ান অভিযোগে অভিযুক্ত করা হয়। হেইনস, কারসন দুজনেই তাদের আচরণে ক্ষমা চেয়েছেন। আর লেস্টারশায়ার ম্যাচের এক ঘটনায় সাসেক্স পেস বোলার কারভেলাসের বিরুদ্ধে তদন্ত চলছে।
মৌসুমের শুরুতেই আম্পায়ারের থেকে দুইবার নিষেধাজ্ঞা পায় সাসেক্স। যার মধ্যে ডারহামের বিপক্ষে প্রথম ম্যাচে লেভেল ওয়ান ভাঙার অভিযোগে অভিযুক্ত করা হয় পূজারা। সাসেক্সের হয়ে ৮ ম্যাচে ১২ ইনিংস ব্যাটিং করে ৫৪.০৮ গড়ে ৬৪৯ রান করেছেন পূজারা। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন তিনি।

‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-ক্রিকেটে বহুল প্রচলিত কথা অনেকেই শুনেছেন। কাউন্টি ডিভিশন টুতে সাসেক্সের হয়ে অধিনায়ক চেতেশ্বর পূজারা এই প্রবাদের যথার্থতা প্রমাণ করছিলেন। দারুণ ছন্দে থাকা পূজারার সামনে হঠাৎই ঘটল বিপদ। তাঁর নিষেধাজ্ঞার পাশাপাশি দলও পড়েছে বিপদে।
১০ সেপ্টেম্বর হাভ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে লেস্টারশায়ার-সাসেক্স ম্যাচ। চার দিনের এই ম্যাচে ১৫ রানের রুদ্ধশ্বাস জয় পায় সাসেক্স। খেলোয়াড়দের অসদাচরণের কারণে সাসেক্সের থেকে ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়। একই সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পূজারা। এই মৌসুমে নির্ধারিত চার পেনাল্টি পাওয়ায় ভারতীয় ব্যাটার আপনাআপনিই নিষেধাজ্ঞা পেয়ে যান। পরের ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে খেলতে পারবেন না অধিনায়ক পূজারা। ১২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে আছে সাসেক্স। এক নম্বরে থাকা ডারহামের পয়েন্ট ১৯৮। ১৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ওরচেস্টারশায়ার।
শুধু তাই নয়, ডার্বিশায়ারের বিপক্ষে জ্যাক কারসন, টম হেইনস, আরি কারভেলাস-এই তিন খেলোয়াড়কেও পাচ্ছে না সাসেক্স। সাসেক্স কোচ পল ফারব্রেস তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফারব্রেস বলেন, ‘জ্যাক ও টমকে আমরা ডার্বিশায়ারের বিপক্ষে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আম্পায়ার ও ম্যাচ রেফারি তাদের লেভেল ওয়ান ও লেভেল টু অনুযায়ী অভিযুক্ত করেছেন। একারণে আমাদের পদক্ষেপ নিতেই হতো। তাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা এমন আচরণ সহ্য করব না। শেষ পর্যন্ত আমরা চেতেশ্বরকে হারালাম। আমাদের থেকে ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।’
লেস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে ৪৯৯ রান যখন তাড়া করছিল, তখনের ঘটনা। লেস্টারশায়ার উইকেটরক্ষক ব্যাটার বেন কক্স যখন রান করছিলেন, তখন কক্সের পায়ে পাড়া দিয়ে বসেন কারসন। কারসনকে লেভেল টু অনুযায়ী অভিযুক্ত করা হয়। হেইনসকে লেভেল ওয়ান অভিযোগে অভিযুক্ত করা হয়। হেইনস, কারসন দুজনেই তাদের আচরণে ক্ষমা চেয়েছেন। আর লেস্টারশায়ার ম্যাচের এক ঘটনায় সাসেক্স পেস বোলার কারভেলাসের বিরুদ্ধে তদন্ত চলছে।
মৌসুমের শুরুতেই আম্পায়ারের থেকে দুইবার নিষেধাজ্ঞা পায় সাসেক্স। যার মধ্যে ডারহামের বিপক্ষে প্রথম ম্যাচে লেভেল ওয়ান ভাঙার অভিযোগে অভিযুক্ত করা হয় পূজারা। সাসেক্সের হয়ে ৮ ম্যাচে ১২ ইনিংস ব্যাটিং করে ৫৪.০৮ গড়ে ৬৪৯ রান করেছেন পূজারা। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন তিনি।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে