Ajker Patrika

অস্ট্রেলিয়ায় তিন দিনেই ইনিংস হারের লজ্জা পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৭: ২৬
এনামুল হকের ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সও বাংলাদেশকে ইনিংস হার থেকে বাঁচাতে পারেনি। ছবি: ফাইল ছবি
এনামুল হকের ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সও বাংলাদেশকে ইনিংস হার থেকে বাঁচাতে পারেনি। ছবি: ফাইল ছবি

ডারউইনে অস্ট্রেলিয়ার রাজ্য দল দক্ষিণ অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ ‘এ’ দল। তুলনামূলক কম অভিজ্ঞ দক্ষিণ অস্ট্রেলিয়া ব্যাটিং-বোলিং সব বিভাগে দাপুটে পারফরম্যান্সে এক ইনিংস হাতে রেখে ম্যাচ জিতেছে। স্বাগতিকেরা ম্যাচটি জিতেছে তিন দিনেই।

ডারউইনে পরশু শুরু হওয়া বাংলাদেশ ‘এ’ দল-দক্ষিণ অস্ট্রেলিয়া চার দিনের ম্যাচের ফল অনুমান করা যাচ্ছিল গত দিনেই। দুই দিন শেষেই বাংলাদেশের পরাজয় হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার। মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ ইনিংস হার এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত ইনিংস ও ১২ রানে হেরে গেছে বাংলাদেশ।

২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’। গতকাল দ্বিতীয় দিন শেষে ৩৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রান ছিল অঙ্কনের দলের স্কোর। আজ তৃতীয় দিনের খেলা শুরুর পর নবম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের ৪২তম ওভারের পঞ্চম বলে শাহাদাত হোসেন দীপুকে (৪৯) ফেরান হ্যারি থর্নটন। আরেক সেট ব্যাটার ইয়াসির আলী চৌধুরীও (৩৬) দ্রুত বিদায় নিলে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান।

দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক অঙ্কন ও নাঈম হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে অঙ্কন-নাঈম যোগ করেন ৪৮ রান। ৬১তম ওভারের তৃতীয় বলে নাঈমকে (২২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জার্সিস ওয়াদিয়া। বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসে মড়ক লাগে এখানেই। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৯ উইকেটে ২০৬ রান। ইনিংস হার এড়াতে তখনো দরকার ৬০ রান। হাসান মাহমুদ-হাসান মুরাদ প্রাণপণে চেষ্টা করেছিলেন। কিন্তু দশম উইকেটে তাঁদের (হাসান মাহমুদ-হাসান মুরাদ) জুটিতে ৪৮ রান যোগ হতেই ভেঙে যায় সেটা। ৮৩.৩ ওভারে ২৫৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

দীপুর ৪৯ রানই বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন হাসান মুরাদ। আট নম্বরে নেমে ৭৬ বল খেলে ৬ চারে করেন ৪২ রান। দক্ষিণ অস্ট্রেলিয়ার জর্ডান বাকিংহাম নিয়েছেন ৩ উইকেট। ওয়েস অ্যাগার, হ্যান্নো জ্যাকবস, হেনরি থর্নটন নিয়েছেন দুটি করে উইকেট। অপর উইকেট নিয়েছেন ওয়াদিয়া। বাংলাদেশের ১০ উইকেটের মধ্যে ৯টাই ক্যাচ। একটা এলবিডব্লিউ। যার মধ্যে ছয়টা ক্যাচই ধরেন দক্ষিণ অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক হ্যারি নিয়েলসেন।

এর আগে বাংলাদেশ ‘এ’ দল নিজেদের প্রথম ইনিংসে ৩৪.৫ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন ১১ নম্বরে নামা মোহাম্মদ এনামুল হক। ২৭ বল খেলে ৪ চারে করেন ২৭ রান। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাগার, থর্নটন, বাকিংহাম নিয়েছেন তিনটি করে উইকেট। অপর উইকেট নেন জ্যাকবস। দক্ষিণ অস্ট্রেলিয়া এরপর নিজেদের প্রথম ইনিংসে ১০০.৪ ওভারে ৩৮০ রানে অলআউট হয়েছে। ২৩৫ বলে ১০ চার ও ১ ছক্কায় জেসন সাঙঘার ১৪৩ রানই তাদের ইনিংস সর্বোচ্চ স্কোর। বাংলাদেশ ‘এ’ দলের এনামুল হক ও হাসান মুরাদ নিয়েছেন তিনটি করে উইকেট।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭: ২১
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল হাসান ইসাখিলের সেঞ্চুরি। ছবি: ফেসবুক
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল হাসান ইসাখিলের সেঞ্চুরি। ছবি: ফেসবুক

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

মিরপুরে আজ রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা ছিল সেঞ্চুরিময়। দুপুরে সেঞ্চুরি করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান ইসাখিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা মোহাম্মদ নবির ছেলের প্রথম সেঞ্চুরি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাঁর প্রথম সেঞ্চুরিটা ভেস্তে গেলে হৃদয়ের সেঞ্চুরিতে। ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স।

১৭৪ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা এগিয়ে যায় রংপুর রাইডার্স। ৪৯ বলে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তাওহিদ হৃদয় ও ডেভিড মালান। নবম ওভারের প্রথম বলে মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন জহির খান। ১৭ বলে ১ চারে ১৫ রান করেন মালান।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রংপুরের নতুন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে নামা হৃদয় চালিয়ে যান তাঁর স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিং। ৫৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর ম্যাচটা শেষ করে আসার সুবর্ণ সুযোগ ছিল তাঁর। তবে ১৯তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদের অফ স্টাম্প বরাবর বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। ৬৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় করেছেন ১০৯ রান।

হৃদয় আউট হওয়ার পর রংপুরের প্রয়োজন হয় ৯ রান। লিটন ও খুশদিল শাহ বাকি অংশ নিরাপদে পাড়ি দিয়েছেন। ২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। লিটন ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১০৯ রান করা হৃদয় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) দুই ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তবে ওপেনিংয়ে নামা হাসান ইসাখিল একপ্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪ চার ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইসাখিল।

নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। রংপুরের নাহিদ রানা ও আলিস আল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। আলিস ৪ ওভারে ২২ রান দিয়েছেন। পুরো ৪ ওভার বোলিং করে রানা খরচ করেছেন ৪০ রান। যদিও তিনি ১২ বল ডট দিয়েছেন। রানা-আলিসের সতীর্থ আকিফ জাভেদ ৪ ওভারে ৫৩ রান দিয়েছেন।

১০৯ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন হৃদয়। ১০ ম্যাচে ৪২ গড় ও ১৩৯.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৩৭৮ রান। ৩২৯ রান করে যৌথভাবে দুইয়ে সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হৃদয়ের টি-টোয়েন্টিতে আরেকটা সেঞ্চুরি এসেছিল বিপিএলেই। ২০২৪ বিপিএলে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত ছিলেন। সেবার তিনি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৯
আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাই ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা। সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি নেই আইসিসির।

সবশেষ গতকাল ঢাকায় বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনায় বসেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি আইসিসি প্রতিনিধিদল। তাই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আলোচিত বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। সে সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।

সূত্র জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেখান থেকে বলা হয়েছে যে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান।

ওই সূত্র আরও জানিয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এ ক্ষেত্রে কেউ জোর করতে পারে না। তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে তারা তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

ক্রীড়া ডেস্ক    
আদিল রশিদ ও রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে। ছবি: সংগৃহীত
আদিল রশিদ ও রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে। ছবি: সংগৃহীত

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।

বিশ্বকাপের সময় যখন এগিয়ে আসছে, তখন সময়মতো ভারতীয় ভিসা না পাওয়াটা অবশ্যই ক্রিকেটারদের জন্য দুশ্চিন্তার ব্যাপার। এবার তাঁদের এই সমস্যার সমাধানে এগিয়ে এল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। পাকিস্তানি বংশোদ্ভূত ৪২ ক্রিকেটার ও কর্মকর্তাদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার কাজ সহজ করতে আইসিসি কাজ শুরু করেছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ ভারত ভ্রমণের ভিসা পেয়েছেন।

নেদারল্যান্ডসেরও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও স্টাফ সদস্যরা ভারতীয় ভিসা পেয়েছেন বলে পিটিআইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে। শাহ সেলিম জাফর নামে কানাডার এক স্টাফ সদস্য পেয়েছেন ভারত ভ্রমণের ভিসা। তবে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি ও কানাডার ক্রিকেটার-কর্মকর্তাদের অনেকে ভারতীয় ভিসা প্রক্রিয়ার কাজ চলছে। তাঁদের আগামী সপ্তাহের শুরুতেই ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। ৩১ জানুয়ারি হচ্ছে ভিসা চূড়ান্ত করার ডেডলাইন।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার বিষয়টি লাইমলাইটে আসে গত ১২ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলী খানের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে তখন দাবি করেছিলেন তিনি। তাঁর দাবি, তিনিসহ পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে। অপর তিন ক্রিকেটার হলেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগস্পিনার মোহাম্মদ মহসিন। এরপর যুক্তরাষ্ট্র ক্রিকেট দাবি করেছিল, আইসিসি তাঁদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার ব্যাপারটি দেখছে।

বাংলাদেশের ক্রিকেটারদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার কাজ চলছে। যদিও তাঁরা ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড়। টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে।

নিরাপত্তার শঙ্কায় ৪ জানুয়ারি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা গেছে। যদিও ক্রিকবাজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে লঙ্কায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭: ১৭
টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।

১১ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে নবির সামনেই তাঁর ছেলে ইসাখিল সেঞ্চুরিটা প্রায় করেই ফেলেছিলেন। তবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি ইসাখিল। সেদিন ৯২ রানে আউট হওয়া ইসাখিলের আক্ষেপ আজ ঘুচেছে মিরপুর শেরেবাংলায়। রংপুর রাইডার্সের বিপক্ষে ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। বিপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।

মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) দুই ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তবে ওপেনিংয়ে নামা হাসান ইসাখিল একপ্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি।

তিন অঙ্ক ছোঁয়ার পথে ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আকিফ জাভেদকে ছক্কা মারেন ইসাখিল। সেই বলটা নো বল হওয়ায় ফ্রি হিট পেয়ে যান ইসাখিল। ফ্রি হিটের বলটাতেও ছক্কা মেরেছেন ইসাখিল। শেষ ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে ইসাখিল তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪ চার ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নবির ছেলে। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ ছক্কা মেরেছেন ইসাখিল। এই তালিকায় দুইয়ে থাকা সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন মেরেছেন ১৭ ছক্কা।

ইসাখিলের আগে ২০২৬ বিপিএলে সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত বছরের ২৬ ডিসেম্বর সিলেট টাইটানসের বিপক্ষে ৬০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত