আজকের পত্রিকা ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য সরকার। গুরুতর এই চোটের ফলে তাঁর আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তাঁর বিপিএলে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
সৌম্যর চোটের অবস্থা নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্য তার ডান হাতের তর্জনীতে চোট পেয়েছে ফিল্ডিংয়ের সময়। তাতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর এক্সরে করা হয়েছে। ক্ষতস্থানের হাড় ভেঙেছে। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন-চার সপ্তাহের মতো লেগেছে।’ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সৌম্যর খেলা অসম্ভব। অন্যদিকে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
২০২৪-২৫ বিপিএলের ড্রাফটে দ্বিতীয় সেট থেকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। তাঁর এমন চোট রংপুরের জন্য দুশ্চিন্তার কারণ বটে। তবে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে সৌম্যকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর চিকিৎসকের ছাড়পত্রে মাঠে ফিরতে পারবেন এই তারকা ব্যাটার।
সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ফাইনালে ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য সরকার। গুরুতর এই চোটের ফলে তাঁর আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তাঁর বিপিএলে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
সৌম্যর চোটের অবস্থা নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্য তার ডান হাতের তর্জনীতে চোট পেয়েছে ফিল্ডিংয়ের সময়। তাতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর এক্সরে করা হয়েছে। ক্ষতস্থানের হাড় ভেঙেছে। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন-চার সপ্তাহের মতো লেগেছে।’ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সৌম্যর খেলা অসম্ভব। অন্যদিকে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
২০২৪-২৫ বিপিএলের ড্রাফটে দ্বিতীয় সেট থেকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। তাঁর এমন চোট রংপুরের জন্য দুশ্চিন্তার কারণ বটে। তবে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে সৌম্যকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর চিকিৎসকের ছাড়পত্রে মাঠে ফিরতে পারবেন এই তারকা ব্যাটার।
সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ফাইনালে ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১০ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
১১ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১২ ঘণ্টা আগে