আজকের পত্রিকা ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য সরকার। গুরুতর এই চোটের ফলে তাঁর আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তাঁর বিপিএলে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
সৌম্যর চোটের অবস্থা নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্য তার ডান হাতের তর্জনীতে চোট পেয়েছে ফিল্ডিংয়ের সময়। তাতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর এক্সরে করা হয়েছে। ক্ষতস্থানের হাড় ভেঙেছে। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন-চার সপ্তাহের মতো লেগেছে।’ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সৌম্যর খেলা অসম্ভব। অন্যদিকে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
২০২৪-২৫ বিপিএলের ড্রাফটে দ্বিতীয় সেট থেকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। তাঁর এমন চোট রংপুরের জন্য দুশ্চিন্তার কারণ বটে। তবে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে সৌম্যকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর চিকিৎসকের ছাড়পত্রে মাঠে ফিরতে পারবেন এই তারকা ব্যাটার।
সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ফাইনালে ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য সরকার। গুরুতর এই চোটের ফলে তাঁর আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তাঁর বিপিএলে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
সৌম্যর চোটের অবস্থা নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্য তার ডান হাতের তর্জনীতে চোট পেয়েছে ফিল্ডিংয়ের সময়। তাতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর এক্সরে করা হয়েছে। ক্ষতস্থানের হাড় ভেঙেছে। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন-চার সপ্তাহের মতো লেগেছে।’ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সৌম্যর খেলা অসম্ভব। অন্যদিকে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।
সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
২০২৪-২৫ বিপিএলের ড্রাফটে দ্বিতীয় সেট থেকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। তাঁর এমন চোট রংপুরের জন্য দুশ্চিন্তার কারণ বটে। তবে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে সৌম্যকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর চিকিৎসকের ছাড়পত্রে মাঠে ফিরতে পারবেন এই তারকা ব্যাটার।
সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ফাইনালে ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে