Ajker Patrika

চোটে পড়ায় সৌম্যর বিপিএলে খেলা নিয়েও শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫: ০৪
চোট পেয়ে হাসপাতালে সৌম্য সরকার। ছবি: সংগৃহীত
চোট পেয়ে হাসপাতালে সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য সরকার। গুরুতর এই চোটের ফলে তাঁর আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এখন তাঁর বিপিএলে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।

সৌম্যর চোটের অবস্থা নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্য তার ডান হাতের তর্জনীতে চোট পেয়েছে ফিল্ডিংয়ের সময়। তাতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর এক্সরে করা হয়েছে। ক্ষতস্থানের হাড় ভেঙেছে। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন-চার সপ্তাহের মতো লেগেছে।’ তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সৌম্যর খেলা অসম্ভব। অন্যদিকে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। চার সপ্তাহ সময় লাগলে সেটা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ পেরিয়ে যাবে।

সেন্ট ভিনসেন্টে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবকে খোঁচা দিয়েছেন রভমান পাওয়েল। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।

২০২৪-২৫ বিপিএলের ড্রাফটে দ্বিতীয় সেট থেকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। তাঁর এমন চোট রংপুরের জন্য দুশ্চিন্তার কারণ বটে। তবে চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে সৌম্যকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর চিকিৎসকের ছাড়পত্রে মাঠে ফিরতে পারবেন এই তারকা ব্যাটার।

সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বাঁহাতি ওপেনার। ফাইনালে ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচ সেরা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ