
অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে রীতিমতো তুলকালাম ক্রিকেট বিশ্বে। এ ঘটনায় রীতিমতো ভিলেন হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বাংলাদেশের অলরাউন্ডারকে পাথর ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’ অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন। আবার অনেকের মতে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক যা করেছেন, ঠিক করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিবের বিপক্ষেই কথা বলেছেন। তিনি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ ডোনাল্ডের এই কথায় অসন্তুষ্ট বাংলাদেশ দল ও বিসিবি ৷ তাঁর কাছে প্রকাশ্যে দলের পলিসির বিরোধিতা করার ব্যাখ্যা চাইবে বিসিবি ৷

অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনা নিয়ে রীতিমতো তুলকালাম ক্রিকেট বিশ্বে। এ ঘটনায় রীতিমতো ভিলেন হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বাংলাদেশের অলরাউন্ডারকে পাথর ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে। তাতে প্রতিবাদ জানিয়েছে সাকিবের লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি।
সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’ অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
সাকিব-ম্যাথ্যুসের ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনার পক্ষে কথা বলেছেন। আবার অনেকের মতে, বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক যা করেছেন, ঠিক করেছেন। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সাকিবের বিপক্ষেই কথা বলেছেন। তিনি ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ ডোনাল্ডের এই কথায় অসন্তুষ্ট বাংলাদেশ দল ও বিসিবি ৷ তাঁর কাছে প্রকাশ্যে দলের পলিসির বিরোধিতা করার ব্যাখ্যা চাইবে বিসিবি ৷

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে