নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ও দেশের ঘরোয়া ক্রিকেটে নাসুম আহমেদ বেশ পরিচিত মুখই। বাংলাদেশের যেকোনো দ্বিপক্ষীয় সিরিজে তাঁর নাম চলে আসে আপনাআপনি। সেই নাসুম এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি। একই ঘরানার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন এই সিরিজে।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। আইসিসির এই ইভেন্টে নাসুম খেলার সুযোগ না পেলেও বাংলাদেশ দলে ছিলেন নাসুম। বিশেষ করে ডিফেন্সিভ বোলিংয়ের পাশাপাশি পরিস্থিতি বুঝে ব্যাটিংটাও চালিয়ে নিতে তিনি ভালোই পারেন। চ্যাম্পিয়নস ট্রফির প্রায় চার মাস পর বাংলাদেশ যখন ওয়ানডে খেলতে যাচ্ছে, তখন জায়গা পাননি নাসুম। তাঁর পরিবর্তে লঙ্কা সিরিজের দলে সুযোগ পাওয়া তানভীরের এখনো ওয়ানডেতে অভিষেকই হয়নি।
নাসুমের পরিবর্তে তানভীরকে নেওয়ায় তাই প্রশ্ন, হঠাৎ এই বদল কি ফর্মের কারণে নাকি কৌশলগত জায়গা থেকে পরিবর্তন? আজ শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর নাসুম-তানভীর ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার পরীক্ষার অংশ। এ নিয়ে সংবাদ সম্মেলনে খুব একটা আলোচনা না হলেও নির্বাচকরা যে তানভীরকে সামনে রেখে ভিন্ন কিছু ভাবছেন তা স্পষ্ট। মিরপুরে সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘আমরা কিছু পরিবর্তন এনেছি। সেখানে নাসুমের বাদ পড়া নিয়ে কেউ প্রশ্ন করেনি—এটা দেখে আমি বেশ অবাকই হয়েছি। আমাদের সামনে বেশ কিছু সিরিজ আছে, এশিয়া কাপ আছে। এই সময়ের ফাঁকে কিছু ক্রিকেটারকে আমরা নতুন করে পরখ করতে চাইছি। নাসুম ও তানভীর—দুজনেই ভালো পারফরমার তবে এবার আমরা তানভীরকে সুযোগ দিয়েছি।’
২০২৪-২৫ ঢাকা প্রিমিয়ার লিগে নাসুম, তানভীর দুজনেই সমান ১৫টি করে উইকেট নিয়েছেন। এমনকি কিপ্টে বোলিংয়ে প্রতিপক্ষের রান আটকেছেন দারুণভাবে। নাসুম ও তানভীরের ইকোনমি ছিল ৪.৩৯ ও ৪.৩৪। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে তানভীর দুই ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। একই সিরিজের তৃতীয় ওয়ানডেতে নাসুম ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি দুটি উইকেটও নিয়েছেন।

লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে তানভীর নিয়েছেন ২ উইকেট। উইকেট দুটিও তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। সম্প্রতি এমন দারুণ পারফরম্যান্স করেই মূলত তানভীর নিজেকেই ওয়ানডে অভিষেকের কাছাকাছি নিয়ে এসেছেন। যদিও লিপু জানিয়েছেন, নাসুম এখনই পরিকল্পনার বাইরে নন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কৌশলগত কারণেই কিছু পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেন লিপু। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘এশিয়া কাপের আগে কিছু ক্রিকেটারকে দেখে নিতে হতো। আরও সামনে বিশ্বকাপ, তাই চাই দলের প্রতিটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ুক। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের আগেই একটি গুছানো দল গঠন করে ফেলা। এরপর ম্যাচের সংখ্যাও খুব বেশি থাকবে না। বিপিএল কিংবা এনসিএল টি–টোয়েন্টির মতো ঘরোয়া লিগে হয়তো কিছু দেখার সুযোগ থাকবে। তবে তার আগেই আমরা সাদা বলের ক্রিকেটের একটা সুন্দর ও গোছানো চূড়ান্ত দল করে নিতে চাই।’
২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজের আগে আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পরশু শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আন্তর্জাতিক ও দেশের ঘরোয়া ক্রিকেটে নাসুম আহমেদ বেশ পরিচিত মুখই। বাংলাদেশের যেকোনো দ্বিপক্ষীয় সিরিজে তাঁর নাম চলে আসে আপনাআপনি। সেই নাসুম এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি। একই ঘরানার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন এই সিরিজে।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। আইসিসির এই ইভেন্টে নাসুম খেলার সুযোগ না পেলেও বাংলাদেশ দলে ছিলেন নাসুম। বিশেষ করে ডিফেন্সিভ বোলিংয়ের পাশাপাশি পরিস্থিতি বুঝে ব্যাটিংটাও চালিয়ে নিতে তিনি ভালোই পারেন। চ্যাম্পিয়নস ট্রফির প্রায় চার মাস পর বাংলাদেশ যখন ওয়ানডে খেলতে যাচ্ছে, তখন জায়গা পাননি নাসুম। তাঁর পরিবর্তে লঙ্কা সিরিজের দলে সুযোগ পাওয়া তানভীরের এখনো ওয়ানডেতে অভিষেকই হয়নি।
নাসুমের পরিবর্তে তানভীরকে নেওয়ায় তাই প্রশ্ন, হঠাৎ এই বদল কি ফর্মের কারণে নাকি কৌশলগত জায়গা থেকে পরিবর্তন? আজ শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর নাসুম-তানভীর ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার পরীক্ষার অংশ। এ নিয়ে সংবাদ সম্মেলনে খুব একটা আলোচনা না হলেও নির্বাচকরা যে তানভীরকে সামনে রেখে ভিন্ন কিছু ভাবছেন তা স্পষ্ট। মিরপুরে সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘আমরা কিছু পরিবর্তন এনেছি। সেখানে নাসুমের বাদ পড়া নিয়ে কেউ প্রশ্ন করেনি—এটা দেখে আমি বেশ অবাকই হয়েছি। আমাদের সামনে বেশ কিছু সিরিজ আছে, এশিয়া কাপ আছে। এই সময়ের ফাঁকে কিছু ক্রিকেটারকে আমরা নতুন করে পরখ করতে চাইছি। নাসুম ও তানভীর—দুজনেই ভালো পারফরমার তবে এবার আমরা তানভীরকে সুযোগ দিয়েছি।’
২০২৪-২৫ ঢাকা প্রিমিয়ার লিগে নাসুম, তানভীর দুজনেই সমান ১৫টি করে উইকেট নিয়েছেন। এমনকি কিপ্টে বোলিংয়ে প্রতিপক্ষের রান আটকেছেন দারুণভাবে। নাসুম ও তানভীরের ইকোনমি ছিল ৪.৩৯ ও ৪.৩৪। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে তানভীর দুই ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। একই সিরিজের তৃতীয় ওয়ানডেতে নাসুম ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি দুটি উইকেটও নিয়েছেন।

লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে তানভীর নিয়েছেন ২ উইকেট। উইকেট দুটিও তিনি পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। সম্প্রতি এমন দারুণ পারফরম্যান্স করেই মূলত তানভীর নিজেকেই ওয়ানডে অভিষেকের কাছাকাছি নিয়ে এসেছেন। যদিও লিপু জানিয়েছেন, নাসুম এখনই পরিকল্পনার বাইরে নন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কৌশলগত কারণেই কিছু পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেন লিপু। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘এশিয়া কাপের আগে কিছু ক্রিকেটারকে দেখে নিতে হতো। আরও সামনে বিশ্বকাপ, তাই চাই দলের প্রতিটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ুক। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের আগেই একটি গুছানো দল গঠন করে ফেলা। এরপর ম্যাচের সংখ্যাও খুব বেশি থাকবে না। বিপিএল কিংবা এনসিএল টি–টোয়েন্টির মতো ঘরোয়া লিগে হয়তো কিছু দেখার সুযোগ থাকবে। তবে তার আগেই আমরা সাদা বলের ক্রিকেটের একটা সুন্দর ও গোছানো চূড়ান্ত দল করে নিতে চাই।’
২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজের আগে আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পরশু শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৭ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৮ ঘণ্টা আগে