ক্রীড়া ডেস্ক

বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
| ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
|---|---|---|---|---|
| লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
| মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
| নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
| নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
| লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |

বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
| ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
|---|---|---|---|---|
| লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
| মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
| নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
| নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
| লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে