ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরাপত্তার বড় দায়িত্বে ছিলেন। পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করার পর আইন বিভাগ ও নিরাপত্তা জনিত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন হিনা।
তবে পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে আগের মতোই থাকছেন অবসরপ্রাপ্ত আমলা নাভিদ আকরাম চিমা। তবু অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নিয়োগ ক্রিকেটপ্রেমী এবং পাকিস্তানের সংবাদমাধ্যমের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটার এবং বোর্ডের বোঝাপড়া মসৃণ করার জন্য হিনা মুনাওয়ারকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডে হিনা অবশ্য নতুন নন। গত বছর পিসিবিতে যোগ দেন তিনি। সবশেষে এশিয়া কাপে পাকিস্তানের নারী অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনও করেছেন। মূলত দলের নিয়মশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা দেখার দায়িত্বে থাকেন অপারেশন ম্যানেজার।
দায়িত্ব পালনে বেশ সুনামও রয়েছে হিনার। নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত হিনা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরই কড়া নজরদারিতে থাকতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই ত্রিদেশীয় সিরিজ থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হিনা।
গতকাল আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য কোচ এবং সাপোর্ট স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে পিসিবি। অন্তর্বর্তী কোচ আকিব জাভেদই দায়িত্বে থাকছেন। সহকারী কোচ আজহার মাহমুদ। ব্যাটিং কোচ শহিদ আসলাম। ফিল্ডিং কোচ মোহম্মদ মাসরুর। স্পিন বোলিং কোচ আবদুল রহমান। এই তালিকাতেই ম্যানেজার হিসাবে চিমা এবং অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নাম রয়েছে।

প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরাপত্তার বড় দায়িত্বে ছিলেন। পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করার পর আইন বিভাগ ও নিরাপত্তা জনিত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন হিনা।
তবে পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে আগের মতোই থাকছেন অবসরপ্রাপ্ত আমলা নাভিদ আকরাম চিমা। তবু অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নিয়োগ ক্রিকেটপ্রেমী এবং পাকিস্তানের সংবাদমাধ্যমের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটার এবং বোর্ডের বোঝাপড়া মসৃণ করার জন্য হিনা মুনাওয়ারকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডে হিনা অবশ্য নতুন নন। গত বছর পিসিবিতে যোগ দেন তিনি। সবশেষে এশিয়া কাপে পাকিস্তানের নারী অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনও করেছেন। মূলত দলের নিয়মশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা দেখার দায়িত্বে থাকেন অপারেশন ম্যানেজার।
দায়িত্ব পালনে বেশ সুনামও রয়েছে হিনার। নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত হিনা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরই কড়া নজরদারিতে থাকতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই ত্রিদেশীয় সিরিজ থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হিনা।
গতকাল আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য কোচ এবং সাপোর্ট স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে পিসিবি। অন্তর্বর্তী কোচ আকিব জাভেদই দায়িত্বে থাকছেন। সহকারী কোচ আজহার মাহমুদ। ব্যাটিং কোচ শহিদ আসলাম। ফিল্ডিং কোচ মোহম্মদ মাসরুর। স্পিন বোলিং কোচ আবদুল রহমান। এই তালিকাতেই ম্যানেজার হিসাবে চিমা এবং অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নাম রয়েছে।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৪ ঘণ্টা আগে