Ajker Patrika

মিরপুরের আত্মবিশ্বাস কতটা কাজে দেবে লিটনদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে লিটনদের। ছবি: এএফপি
এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে লিটনদের। ছবি: এএফপি

টানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে দীর্ঘ এক ক্রিকেট বিরতি।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পরদিনই বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফরা ফিরে গেছেন নিজ নিজ দেশে। ক্রিকেট দলের অনেক সদস্য ছুটি কাটাতে দেশ ছেড়েছেন।

সামনে এশিয়া কাপ। তার আগে প্রায় এক মাস ফাঁকা সময়। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্ট। এই সময়ের ব্যবধানে টানা দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজটি এই বছরের আগস্ট থেকে পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে। তাই এশিয়া কাপের আগে অখণ্ড অবসর লিটনদের। এ সময় অবশ্য অন্যান্য দল ব্যস্ত থাকবে আন্তর্জাতিক সিরিজে। ব্যতিক্রম শুধু আয়ারল্যান্ড। তাদেরও আগস্টে কোনো সিরিজ নেই। ভারতের আসা পিছিয়ে যাওয়ায় বিসিবির পরিকল্পনা ছিল ক্রিকেটারদের বিশ্রামে রাখা। তবে সাম্প্রতিক সিরিজ জয়ের সাফল্য, আত্মবিশ্বাস ধরে রাখার তাগিদ ও এশিয়া কাপে ভালো প্রস্তুতির দিকটি মাথায় রেখে এখন একটি ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তাভাবনা বিসিবির। সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। আয়োজক দেশ আরব আমিরাত ও আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে দ্রুত সময়ে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করতে পারে বিসিবি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে থাকা সাবেক অধিনায়ক হাবিবুল বাশার কাল আজকের পত্রিকাকে বলেন, এশিয়া কাপে ভালো করার জন্য প্রস্তুতিমূলক ম্যাচ খেলা জরুরি। তাঁর ভাষায়, ‘দুটি সিরিজ জিতে দারুণ লাগছে। খেলোয়াড়দের মধ্যে এখন ছক্কা মারার সামর্থ্য দেখা যাচ্ছে। শ্রীলঙ্কায় উইকেট ভালো ছিল। মিরপুরে এই সময়ে ভালো উইকেট পাওয়া কঠিন। তবে বিপিএলে দেখেছি, মিরপুরেও ১৮০-২০০ রানের ম্যাচ হয়েছে। বড় রান সফলভাবে তাড়া করার ঘটনাও ঘটেছে।’

বাস্তবতা হলো, এশিয়া কাপে খেলা হবে ভিন্ন কন্ডিশনে। হাবিবুলের মতে, ‘জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে তুলনা চলে না। সেটা আসল হোক কিংবা কাগজ-কলমে, তা কাজে লাগে ম্যাচ খেলতে গেলে। আমি মনে করি, সত্যিই দলের আত্মবিশ্বাস বেড়েছে। সেটা না থাকলে টানা চার ম্যাচ জেতা যায় না।’

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদাহরণ টেনে হাবিবুল বাশার আরও বললেন, ‘সেবার বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে স্পিনিং উইকেটে সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাস কাজে আসেনি। তবে এবার দলের আত্মবিশ্বাসটা আলাদা। যদি এই সময়ে আমরা সঠিক কন্ডিশনে কিছু ম্যাচ খেলতে পারি, খুব ভালো হয়।’

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মুখেও একই কথা। তিনি বলেন, ‘এই বর্ষাকালে উইকেট কখনো ২০০ রানের হবে না। মাটির অবস্থা নরম, ইনফিলট্রেশন কম। তাই ১৩০-১৪০ রানের মধ্যেই খেলা গড়াবে। তবে আইসিসির বড় ইভেন্টে ভালো করতে হলে মিরপুরের উইকেটে খেলে আত্মবিশ্বাস বাড়বে না, বরং উন্নত কন্ডিশনে খেলা জরুরি।’

পাইলটের যুক্তি, ‘বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি এখন ২৫০ রানের খেলা হয়ে গেছে। বাংলাদেশে এমন উইকেট নেই। পাকিস্তান এখানে এসে বিপদে পড়েছিল। কারণ, তারা ব্যাটিং বান্ধব কন্ডিশনে খেলে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশ নিজেদের কন্ডিশনে খেলার কৌশল কাজে লাগিয়েছে। আসল চ্যালেঞ্জ এখন সামনে।’

পাইলটের কাছে আত্মবিশ্বাস হলো, যেকোনো পরিস্থিতিতে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখা। তাঁর ভাষায়, ‘এই বিশ্বাস যদি দীর্ঘ মেয়াদে থেকে যায়, তবে তা কাজে দেবে। নইলে শুধু জয় দিয়ে তৈরি আত্মবিশ্বাস কাজে আসবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৩
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে গত রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলাটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

ক্রীড়া ডেস্ক    
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।

আগামী বছরের ২৭ মার্চ হবে ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

দীর্ঘদিন হিমাগারে থাকা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ২০২২ সালে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে তারা। একই বছর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো জেতে স্পেন।

এর আগে প্রতিযোগিতাটি ‘আরতেমিও ফ্রাঙ্কি কাপ’ নামে পরিচিত ছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স আর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সব ঠিক থাকলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

স্পেন ও আর্জেন্টিনা এনিয় ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই সমানভাবে ৬টি ম্যাচ জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া ডেস্ক    
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

আর মাস ছয়েক পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকো-কোলার উদ্যোগে আসছে ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবে বিশ্বকাপের মূল ট্রফিটি।

গতকাল কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার—মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।’

বিশ্ব ভ্রমণে ৩০টি দেশ, ১৫০ দিনে ৭৫টি স্থানে হাজির হবে বিশ্বকাপ ট্রফির মূল ট্রফি। যা স্থানীয় মানুষের জন্য নিয়ে আসবে অনন্য এক অভিজ্ঞতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত