
ঢাকা: শ্রীলঙ্কার ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট পড়েছে ৭ টি। যার ৫ টিই নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রতিটি উইকেট নিশ্চয় বাড়তি স্বস্তি দিয়েছে তামিম ইকবালকে। ম্যাচের দুই দিন আগে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই স্পিনারদের পাশেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
স্পিনারদের ওপর তামিমের আস্থার দেখা মেলে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই। মিরাজের হাতে বল তুলে দেন তামিম। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে অধিনায়ককে হতাশ করেননি মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেও ৩ রান দিয়ে শেষ করেন এই অফস্পিনার। রিভিউ ব্যর্থ না হলে, এই ওভারেই পেতে পারতেন কাঙ্ক্ষিত উইকেটের দেখা।
তবে উইকেটে পেতে বেশি সময় নেননি মিরাজ। নিজের তৃতীয় ওভারে বিপজ্জনক হতে থাকা দানুস্কা গুনাতিলাকাকে ফিরতি ক্যাচে ফেরান বাংলাদেশ অফস্পিনার। ১৯ বলে ২১ রান করেন শ্রীলঙ্কান ওপেনার। মিরাজের সঙ্গে বোলিং ওপেন করা তাসকিন আহমেদ অবশ্য এখন পর্যন্ত কিছুটা হতাশ করেছেন। কদিন আগে শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা এই পেসার পাঁচ ওভারে ৩৭ রান দিয়ে এখনো কোনো উইকেট পাননি।
তাসকিন আহমেদ নিষ্প্রভ থাকলেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই আউট করেন তিনে নামা পাথুম নিশাঙ্কাকে। মিড উইকেটে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাঙ্কা।
বাংলাদেশ অধিনায়ক তামিমের মতো একপ্রান্তে আগলে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরারা। মিরাজের বলে বোল্ড হয়ে ৫০ বলে ৩০ রানে ড্রেসিংরুমে ফেরেন পেরেরা।
মিরাজের উইকেটের আগে পেরারা ও মেন্ডিসের ৪১ রানের বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন সাকিব। তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তবে বোলিংয়ে ৮ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

ঢাকা: শ্রীলঙ্কার ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট পড়েছে ৭ টি। যার ৫ টিই নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রতিটি উইকেট নিশ্চয় বাড়তি স্বস্তি দিয়েছে তামিম ইকবালকে। ম্যাচের দুই দিন আগে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই স্পিনারদের পাশেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
স্পিনারদের ওপর তামিমের আস্থার দেখা মেলে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই। মিরাজের হাতে বল তুলে দেন তামিম। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে অধিনায়ককে হতাশ করেননি মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেও ৩ রান দিয়ে শেষ করেন এই অফস্পিনার। রিভিউ ব্যর্থ না হলে, এই ওভারেই পেতে পারতেন কাঙ্ক্ষিত উইকেটের দেখা।
তবে উইকেটে পেতে বেশি সময় নেননি মিরাজ। নিজের তৃতীয় ওভারে বিপজ্জনক হতে থাকা দানুস্কা গুনাতিলাকাকে ফিরতি ক্যাচে ফেরান বাংলাদেশ অফস্পিনার। ১৯ বলে ২১ রান করেন শ্রীলঙ্কান ওপেনার। মিরাজের সঙ্গে বোলিং ওপেন করা তাসকিন আহমেদ অবশ্য এখন পর্যন্ত কিছুটা হতাশ করেছেন। কদিন আগে শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা এই পেসার পাঁচ ওভারে ৩৭ রান দিয়ে এখনো কোনো উইকেট পাননি।
তাসকিন আহমেদ নিষ্প্রভ থাকলেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই আউট করেন তিনে নামা পাথুম নিশাঙ্কাকে। মিড উইকেটে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাঙ্কা।
বাংলাদেশ অধিনায়ক তামিমের মতো একপ্রান্তে আগলে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরারা। মিরাজের বলে বোল্ড হয়ে ৫০ বলে ৩০ রানে ড্রেসিংরুমে ফেরেন পেরেরা।
মিরাজের উইকেটের আগে পেরারা ও মেন্ডিসের ৪১ রানের বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন সাকিব। তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তবে বোলিংয়ে ৮ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে