Ajker Patrika

তামিমের কথার প্রতিদান দিচ্ছেন স্পিনাররা

আপডেট : ২৩ মে ২০২১, ২০: ২৩
তামিমের কথার প্রতিদান দিচ্ছেন স্পিনাররা

ঢাকা: শ্রীলঙ্কার ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট পড়েছে ৭ টি। যার ৫ টিই নিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রতিটি উইকেট নিশ্চয় বাড়তি স্বস্তি দিয়েছে তামিম ইকবালকে। ম্যাচের দুই দিন আগে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই স্পিনারদের পাশেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

স্পিনারদের ওপর তামিমের আস্থার দেখা মেলে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই। মিরাজের হাতে বল তুলে দেন তামিম। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়ে অধিনায়ককে হতাশ করেননি মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেও ৩ রান দিয়ে শেষ করেন এই অফস্পিনার। রিভিউ ব্যর্থ না হলে, এই ওভারেই পেতে পারতেন কাঙ্ক্ষিত উইকেটের দেখা।

তবে উইকেটে পেতে বেশি সময় নেননি মিরাজ। নিজের তৃতীয় ওভারে বিপজ্জনক হতে থাকা দানুস্কা গুনাতিলাকাকে ফিরতি ক্যাচে ফেরান বাংলাদেশ অফস্পিনার। ১৯ বলে ২১ রান করেন শ্রীলঙ্কান ওপেনার। মিরাজের সঙ্গে বোলিং ওপেন করা তাসকিন আহমেদ অবশ্য এখন পর্যন্ত কিছুটা হতাশ করেছেন। কদিন আগে শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা এই পেসার পাঁচ ওভারে ৩৭ রান দিয়ে এখনো কোনো উইকেট পাননি।

তাসকিন আহমেদ নিষ্প্রভ থাকলেও প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই আউট করেন তিনে নামা পাথুম নিশাঙ্কাকে। মিড উইকেটে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাঙ্কা।

বাংলাদেশ অধিনায়ক তামিমের মতো একপ্রান্তে আগলে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরারা। মিরাজের বলে বোল্ড হয়ে ৫০ বলে ৩০ রানে ড্রেসিংরুমে ফেরেন পেরেরা।

মিরাজের উইকেটের আগে পেরারা ও মেন্ডিসের ৪১ রানের বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন সাকিব। তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তবে বোলিংয়ে ৮ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত