
ভারত-পাকিস্তানের সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশেই। স্বাভাবিকভাবে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তানে ভারতের হামলার পর থেকেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে সবাই চিন্তিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে শুরুতে আশ্বস্ত করলেও আজ দৃশ্যপট পাল্টে গেছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলার পর।
এ পরিস্থিতিতে দেশে ফিরে আসতে হচ্ছে রানা ও রিশাদকে, বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সূত্রটি আরও জানিয়েছে, ভাড়া করা বিমানে পিএসএলের সব বিদেশি ক্রিকেটারদের নিয়ে যাওয়া হচ্ছে দুবাইয়ে। সেখান থেকে যাঁর যাঁর দেশে ফিরে যাবেন ক্রিকেটাররা। কিন্তু কবে তাঁরা রানা-রিশাদরা দুবাইয়ে যেতে পারবেন, সেটি নিশ্চিত নয়। কারণ, এই মুহূর্তে পাকিস্তানে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার পর পুরো পিএসএল দুবাইয়ে সরিয়ে নেওয়ার চিন্তা করছে পিসিবি। ড্রোন হামলার পর সব বিদেশি ক্রিকেটারের আতঙ্কিত, পাকিস্তানে এই মুহূর্তে অনিরাপদ বোধও করছে। পিএসএলের পর পাকিস্তানে হওয়ার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ। সেটিও এখন অনিশ্চিত। তবে সিরিজটি শেষ পর্যন্ত দুবাইয়ের মতো বিকল্প ভেন্যুতে চলে যাবে নাকি একেবারেই স্থগিত করা হবে, সেটি বুঝতে আরও দুই-তিন দিন অপেক্ষা করবে বিসিবি। তবে তার আগে আসন্ন পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের মতামত শুনতে চায় বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৭ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১১ ঘণ্টা আগে