ক্রীড়া ডেস্ক

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। এ জন্য দলগত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের সঙ্গে এই সিরিজে কিছু মাইলফলকও হাতছানি দিচ্ছে দুই দলের ক্রিকেটারদের সামনে।
বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
১
আর ১ উইকেট পেলে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ফিফটি করবেন শেখ মেহেদী হাসান (৪৯)। বাংলাদেশের ৫ম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিন শ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী।
৭
টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করতে রিশাদ হোসেনের দরকার ৭ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের লাগে ৮ উইকেট।
৩
৩ রান করলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।
১৮৫
লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।
৩
৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। সর্বোচ্চ ১৭ উইকেট মোস্তাফিজুর রহমানের।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
৮০
এই সিরিজে ৮০ রান করতে পারলে শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁবেন কুশল মেন্ডিস। তাঁর সামনে আছেন শুধু কুশল পেরেরা (২০৫৬)। মেন্ডিসের সুযোগ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রানের চূড়ায় বসারও।
৪৪
৪৪ রান করতে পারলে শ্রীলঙ্কার ৪র্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০০ রান হবে অলরাউন্ডার দাসুন শানাকার।
৩
৩ উইকেট পেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লাসিথ মালিঙ্গাকে (১১) ছাড়িয়ে চূড়ায় বসবেন নুয়ান তুশারা (৯)

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। এ জন্য দলগত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের সঙ্গে এই সিরিজে কিছু মাইলফলকও হাতছানি দিচ্ছে দুই দলের ক্রিকেটারদের সামনে।
বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
১
আর ১ উইকেট পেলে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ফিফটি করবেন শেখ মেহেদী হাসান (৪৯)। বাংলাদেশের ৫ম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিন শ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী।
৭
টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করতে রিশাদ হোসেনের দরকার ৭ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের লাগে ৮ উইকেট।
৩
৩ রান করলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।
১৮৫
লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।
৩
৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। সর্বোচ্চ ১৭ উইকেট মোস্তাফিজুর রহমানের।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
৮০
এই সিরিজে ৮০ রান করতে পারলে শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁবেন কুশল মেন্ডিস। তাঁর সামনে আছেন শুধু কুশল পেরেরা (২০৫৬)। মেন্ডিসের সুযোগ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রানের চূড়ায় বসারও।
৪৪
৪৪ রান করতে পারলে শ্রীলঙ্কার ৪র্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০০ রান হবে অলরাউন্ডার দাসুন শানাকার।
৩
৩ উইকেট পেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লাসিথ মালিঙ্গাকে (১১) ছাড়িয়ে চূড়ায় বসবেন নুয়ান তুশারা (৯)

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৬ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৭ ঘণ্টা আগে