নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসানের দেশে আসা-না আসা নিয়ে ফের জটিলতা তৈরি হতেই জুমে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকেন দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ দুপুরে সেই সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও জানা গেছে, সাকিবের ব্যাপারে দ্বিধায় আছে বিসিবিও।
সভায় নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। তবে পরিচালকদের আলোচনায় স্বাভাবিকভাবেই ছিলেন সাকিব। সভা শেষে এক পরিচালক আজকের পত্রিকাকে বললেন, ‘ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, নিরাপত্তা দেবেন। সাকিব কোত্থেকে শুনল যে নিরাপত্তা দেবে না? যখন বলা হয়েছে তার খেলতে বাধা নেই, সেটার ওপর দলে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তাকে রাখা হয়েছে।’ সাকিব জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাকে দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। এ বিষয়ে ওই পরিচালক বললেন, ‘দেখলাম সাকিব বলেছে, সে মনে করছে না সেফ। এটা তার ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড তো সাকিবকে বলেনি এটা (না আসতে)।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে দেশের মাঠ থেকে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। সেখান থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানা গেছে। এখন সাকিবের ব্যাপারে বিসিবির অবস্থান বা সিদ্ধান্ত কী, এ প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক আরও যোগ করলেন, ‘না, সিদ্ধান্তের কিছু নেই। আমরা জানি কোনো অসুবিধা নেই। তবে ঘুরেফিরে একই কথা, সে যদি খেলার পর দেশে থেকে যায়, বিপিএলে আবার নাম লিখিয়েছে, খেলার বাইরের নিরাপত্তার কী হবে? সে তো পরিষ্কার বলে না যে খেলেই (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) চলে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষের ক্ষোভ (সাকিবের বিরুদ্ধে)। ক্ষোভটা কীভাবে কমাবেন? আমরা সবাই আসলে এটা নিয়ে দ্বিধাগ্রস্ত।’

সাকিব আল হাসানের দেশে আসা-না আসা নিয়ে ফের জটিলতা তৈরি হতেই জুমে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকেন দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ দুপুরে সেই সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও জানা গেছে, সাকিবের ব্যাপারে দ্বিধায় আছে বিসিবিও।
সভায় নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। তবে পরিচালকদের আলোচনায় স্বাভাবিকভাবেই ছিলেন সাকিব। সভা শেষে এক পরিচালক আজকের পত্রিকাকে বললেন, ‘ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, নিরাপত্তা দেবেন। সাকিব কোত্থেকে শুনল যে নিরাপত্তা দেবে না? যখন বলা হয়েছে তার খেলতে বাধা নেই, সেটার ওপর দলে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তাকে রাখা হয়েছে।’ সাকিব জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাকে দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। এ বিষয়ে ওই পরিচালক বললেন, ‘দেখলাম সাকিব বলেছে, সে মনে করছে না সেফ। এটা তার ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড তো সাকিবকে বলেনি এটা (না আসতে)।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে দেশের মাঠ থেকে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। সেখান থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানা গেছে। এখন সাকিবের ব্যাপারে বিসিবির অবস্থান বা সিদ্ধান্ত কী, এ প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক আরও যোগ করলেন, ‘না, সিদ্ধান্তের কিছু নেই। আমরা জানি কোনো অসুবিধা নেই। তবে ঘুরেফিরে একই কথা, সে যদি খেলার পর দেশে থেকে যায়, বিপিএলে আবার নাম লিখিয়েছে, খেলার বাইরের নিরাপত্তার কী হবে? সে তো পরিষ্কার বলে না যে খেলেই (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) চলে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষের ক্ষোভ (সাকিবের বিরুদ্ধে)। ক্ষোভটা কীভাবে কমাবেন? আমরা সবাই আসলে এটা নিয়ে দ্বিধাগ্রস্ত।’

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২৫ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩৯ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে