নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এভাবে হেসেখেলে বীরের বেশে বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার দৃশ্য তেমন একটা দেখা যায় না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর গত রাতে নাজমুল হোসেন শান্তরা দেশে ফিরলে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কর্মকর্তারা মিষ্টিমুখও করিয়েছেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের।
শান্ত-মিরাজদের সঙ্গে দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এই শান্ত ও হাথুরুসিংহে জুটির পরিকল্পনার কাছেই তো পাকিস্তান নিজেদের মাঠে নাস্তানাবুদ হয়েছে। পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কৃতিত্ব শান্ত সতীর্থদের পাশাপাশি কোচদেরও দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্রিকেটাররা অনেক কষ্ট করেছেন। কোচিং স্টাফ যারা ছিলেন, তারা অনেক কষ্ট করেছেন। সঠিক পরিকল্পনা দিয়েছেন। সবাই দলের জন্য খেলার চেষ্টা করেছেন। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন।’
রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে পাকিস্তানকে ১০ ও ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্কোরকার্ড দেখে বাংলাদেশের জয় সহজ মনে হলেও চাপ তো ছিলই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। জ্বলজ্যান্ত উদাহরণ তো দ্বিতীয় টেস্ট। যেখানে পাকিস্তানের বোলিং তোপে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে সফরকারীরা ঘুরে দাঁড়ায় লিটন দাস-মিরাজের ১৬৫ রানের জুটিতে। শান্তও সেটা স্বীকার করেছেন, ‘প্রতিটা টেস্ট ম্যাচে সেশন বাই সেশন খেলতে হয়। একটা দুটো সেশন এদিক সেদিক গেছে।’
২০২৩ সালে যখন বিসিবির সঙ্গে হাথুরুর দুই বছরের চুক্তি হয়, সেটা তাঁর দ্বিতীয়বার বাংলাদেশে কোচ হিসেবে আসে। এর আগে হাথুরু ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে হাথুরু আসার পর যতই সমালোচনার শিকার হয়ে থাকুন না কেন, পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। বাংলাদেশের বড় ৯টি টেস্ট জয়ের ৬টিই এসেছে তাঁর অধীনে। টেস্টে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারানো; পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষেও জয় পাওয়া। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। হাথুরুর মুকুটে সবশেষ যুক্ত হলো পাকিস্তানের মাঠে এই দুই টেস্ট ম্যাচ জয়ও।
আরও পড়ুন:

এভাবে হেসেখেলে বীরের বেশে বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার দৃশ্য তেমন একটা দেখা যায় না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর গত রাতে নাজমুল হোসেন শান্তরা দেশে ফিরলে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কর্মকর্তারা মিষ্টিমুখও করিয়েছেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের।
শান্ত-মিরাজদের সঙ্গে দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এই শান্ত ও হাথুরুসিংহে জুটির পরিকল্পনার কাছেই তো পাকিস্তান নিজেদের মাঠে নাস্তানাবুদ হয়েছে। পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কৃতিত্ব শান্ত সতীর্থদের পাশাপাশি কোচদেরও দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্রিকেটাররা অনেক কষ্ট করেছেন। কোচিং স্টাফ যারা ছিলেন, তারা অনেক কষ্ট করেছেন। সঠিক পরিকল্পনা দিয়েছেন। সবাই দলের জন্য খেলার চেষ্টা করেছেন। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন।’
রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে পাকিস্তানকে ১০ ও ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্কোরকার্ড দেখে বাংলাদেশের জয় সহজ মনে হলেও চাপ তো ছিলই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। জ্বলজ্যান্ত উদাহরণ তো দ্বিতীয় টেস্ট। যেখানে পাকিস্তানের বোলিং তোপে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে সফরকারীরা ঘুরে দাঁড়ায় লিটন দাস-মিরাজের ১৬৫ রানের জুটিতে। শান্তও সেটা স্বীকার করেছেন, ‘প্রতিটা টেস্ট ম্যাচে সেশন বাই সেশন খেলতে হয়। একটা দুটো সেশন এদিক সেদিক গেছে।’
২০২৩ সালে যখন বিসিবির সঙ্গে হাথুরুর দুই বছরের চুক্তি হয়, সেটা তাঁর দ্বিতীয়বার বাংলাদেশে কোচ হিসেবে আসে। এর আগে হাথুরু ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে হাথুরু আসার পর যতই সমালোচনার শিকার হয়ে থাকুন না কেন, পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। বাংলাদেশের বড় ৯টি টেস্ট জয়ের ৬টিই এসেছে তাঁর অধীনে। টেস্টে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারানো; পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষেও জয় পাওয়া। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। হাথুরুর মুকুটে সবশেষ যুক্ত হলো পাকিস্তানের মাঠে এই দুই টেস্ট ম্যাচ জয়ও।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে