Ajker Patrika

হতাশ সোহান ইতিবাচক দিকও দেখছেন

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৪: ৪০
হতাশ সোহান ইতিবাচক দিকও দেখছেন

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার দিয়ে। বোলিংয়ে কিছুটা লড়াই করলেও ব্যাটিংয়ে সেই পুরোনো চিত্র। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না বাংলাদেশ।

পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটুকু কমান ইয়াসির আলী। তার আগে লিটন দাস ও আফিফ হোসেনের ৫০ রানের জুটিতে জয়ের আশাও দেখছিল বাংলাদেশ।

কিন্তু ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে ১৪ রান নিতেই ৪ উইকেট হারিয়ে আশার জলাঞ্জলি দেয় নুরুল হাসান সোহানের দল। তিনি নিজেও বিশেষ কিছু করতে পারেননি। ভ্রমণক্লান্তির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচের নেতৃত্ব দেন সোহান। তবে দলের এমন হারে হতাশ তিনি’, ‘হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমি মনে করি, কয়েক জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’

সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডে এমন পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের বটে। তবে হারলেও এই ম্যাচে ইতিবাচক দিকও দেখছেন সোহান, ‘বোলাররা ভালো করেছে। তবে ব্যাটিংয়ে আমরা মাঝখানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাট করেছে, ইয়াসিরও। এটাই কিছুটা ইতিবাচক। তাসকিন ভালো বল করেছে। আমাদের দুটি উইকেট এনে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত