
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার দিয়ে। বোলিংয়ে কিছুটা লড়াই করলেও ব্যাটিংয়ে সেই পুরোনো চিত্র। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না বাংলাদেশ।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটুকু কমান ইয়াসির আলী। তার আগে লিটন দাস ও আফিফ হোসেনের ৫০ রানের জুটিতে জয়ের আশাও দেখছিল বাংলাদেশ।
কিন্তু ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে ১৪ রান নিতেই ৪ উইকেট হারিয়ে আশার জলাঞ্জলি দেয় নুরুল হাসান সোহানের দল। তিনি নিজেও বিশেষ কিছু করতে পারেননি। ভ্রমণক্লান্তির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচের নেতৃত্ব দেন সোহান। তবে দলের এমন হারে হতাশ তিনি’, ‘হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমি মনে করি, কয়েক জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’
সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডে এমন পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের বটে। তবে হারলেও এই ম্যাচে ইতিবাচক দিকও দেখছেন সোহান, ‘বোলাররা ভালো করেছে। তবে ব্যাটিংয়ে আমরা মাঝখানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাট করেছে, ইয়াসিরও। এটাই কিছুটা ইতিবাচক। তাসকিন ভালো বল করেছে। আমাদের দুটি উইকেট এনে দিয়েছে।’

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার দিয়ে। বোলিংয়ে কিছুটা লড়াই করলেও ব্যাটিংয়ে সেই পুরোনো চিত্র। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না বাংলাদেশ।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটুকু কমান ইয়াসির আলী। তার আগে লিটন দাস ও আফিফ হোসেনের ৫০ রানের জুটিতে জয়ের আশাও দেখছিল বাংলাদেশ।
কিন্তু ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে ১৪ রান নিতেই ৪ উইকেট হারিয়ে আশার জলাঞ্জলি দেয় নুরুল হাসান সোহানের দল। তিনি নিজেও বিশেষ কিছু করতে পারেননি। ভ্রমণক্লান্তির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচের নেতৃত্ব দেন সোহান। তবে দলের এমন হারে হতাশ তিনি’, ‘হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমি মনে করি, কয়েক জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’
সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডে এমন পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের বটে। তবে হারলেও এই ম্যাচে ইতিবাচক দিকও দেখছেন সোহান, ‘বোলাররা ভালো করেছে। তবে ব্যাটিংয়ে আমরা মাঝখানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাট করেছে, ইয়াসিরও। এটাই কিছুটা ইতিবাচক। তাসকিন ভালো বল করেছে। আমাদের দুটি উইকেট এনে দিয়েছে।’

তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে সেটার সমাধান আসেনি এখনো।
১ ঘণ্টা আগে
ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
৩ ঘণ্টা আগে