
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে মোহাম্মদ আমিরের। ২০২০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার সময় বাঁহাতি পেসার জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।
পরে আমির প্রকাশ্য জানিয়েছিলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বিদায় নিলে জাতীয় দলে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি। এই তিনজনের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুর পরিবর্তন হলেও তাঁর আর ফেরা হয়নি।
তবে এ বছর বিপিএলে খেলার সময় আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। তাঁর আগ্রহের কারণে পরে যোগাযোগ করেছিলেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ। এবার তাঁর ফেরার বিষয়ে যোগাযোগ করেছেন বর্তমান প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজও। তবে বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলে হতাশার গল্পই শোনালেন হাফিজ।
পাকিস্তান দলে আমিরের ফেরার ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি পাকিস্তান দলে আবারও খেলতে চাও তাহলে ঘরোয়া ক্রিকেট এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করাও। অন্য খেলোয়াড়দের মতো তাকেও সমান সুযোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছিলাম। কিন্তু সে জানাল পাকিস্তানের হয়ে আর খেলতে চায় না। আমাকে জানিয়েছে আন্তর্জাতিক লিগগুলোয় সে তার ভবিষ্যৎ দেখছে।’
পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭ ম্যাচে আমিরের ক্যারিয়ার থেমেছে। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। ২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাঁকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে মোহাম্মদ আমিরের। ২০২০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার সময় বাঁহাতি পেসার জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।
পরে আমির প্রকাশ্য জানিয়েছিলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বিদায় নিলে জাতীয় দলে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি। এই তিনজনের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুর পরিবর্তন হলেও তাঁর আর ফেরা হয়নি।
তবে এ বছর বিপিএলে খেলার সময় আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। তাঁর আগ্রহের কারণে পরে যোগাযোগ করেছিলেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ। এবার তাঁর ফেরার বিষয়ে যোগাযোগ করেছেন বর্তমান প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজও। তবে বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলে হতাশার গল্পই শোনালেন হাফিজ।
পাকিস্তান দলে আমিরের ফেরার ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি পাকিস্তান দলে আবারও খেলতে চাও তাহলে ঘরোয়া ক্রিকেট এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করাও। অন্য খেলোয়াড়দের মতো তাকেও সমান সুযোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছিলাম। কিন্তু সে জানাল পাকিস্তানের হয়ে আর খেলতে চায় না। আমাকে জানিয়েছে আন্তর্জাতিক লিগগুলোয় সে তার ভবিষ্যৎ দেখছে।’
পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭ ম্যাচে আমিরের ক্যারিয়ার থেমেছে। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। ২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাঁকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২১ মিনিট আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে