
রেকর্ড গড়তে সবাই চায়। তবে বিব্রতকর রেকর্ডগুলোর ধারে কাছে কেউ থাকতে চায় না।
তবে খেলোয়াড়েরা চাইলেও অনেক সময় নেতিবাচক রেকর্ড এড়িয়ে যেতে পারেন না। ম্যাটি ম্যাককিরনানও যেমন পারলেন না রাইলি রুশোর কারণে। ইংলিশ লেগ স্পিনার স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন।
টি-টোয়েন্টিকে ব্যাটারদের খেলা হিসেবেই বিবেচনা করা হয়। সংক্ষিপ্ত সংস্করণে বোলাররা প্রায়ই হয়ে পড়েন দিশেহারা।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে গত রাতে সমারসেটের বিপক্ষে ডার্বিশায়ারের বোলারদের অবস্থা ছিল তেমনই। ডার্বির লেগ স্পিনার ম্যাককিরনানের দশা আরও শোচনীয়। ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের পেসার সারমাদ আনোয়ারের। তিনি ২০১১ সালে সুপার এইট টি-টোয়েন্টি কাপে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন লাহোর লায়ন্সের বিপক্ষে।
নিজের প্রথম তিন ওভারে ৪৬ রান দিয়েছিলেন ম্যাককিরনান। বোলিং কোটা পূরণ করতে আসার আগে হয়তো ভাবেননি বিব্রতকর রেকর্ডে নাম লেখাতে চলেছেন তিনি। কারণ, রেকর্ড থেকে অনেক দূরে ছিলেন।
কিন্তু সমারসেট ইনিংসের ১৫ তম ওভারে ৩৬ রান দিয়ে বেদনাদায়ক রেকর্ডটা নিজের করে নেন ম্যাককিরনান। ৫ ছক্কা ও এক চারের সঙ্গে দুটি নো বল দেন ওই ওভারে। বিপিএল মাতানো দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো একাই নেন ৩৪ রান।
সমারসেট-ডার্বিশায়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরও অনেক রেকর্ড হয়েছে। রুশো ৯৩ রান করেছেন মাত্র ৩৬ বলে। ৮ চারের সঙ্গে মেরেছেন ৭ ছক্কাও। তাঁর ৯৩ ও টম ব্যান্টনের ৭৩ রানে সমারসেটের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান; যা ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ডার্বিশায়ারের ব্যাটাররা জবাব দিতে নেমে ম্যাককিরনানের দেওয়া ৮২ রানের চেয়েও কম করে। অলআউট হয় মাত্র ৭৪ রানে। সমারসেট জেতে ১৯১ রানে। এটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ও টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

রেকর্ড গড়তে সবাই চায়। তবে বিব্রতকর রেকর্ডগুলোর ধারে কাছে কেউ থাকতে চায় না।
তবে খেলোয়াড়েরা চাইলেও অনেক সময় নেতিবাচক রেকর্ড এড়িয়ে যেতে পারেন না। ম্যাটি ম্যাককিরনানও যেমন পারলেন না রাইলি রুশোর কারণে। ইংলিশ লেগ স্পিনার স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন।
টি-টোয়েন্টিকে ব্যাটারদের খেলা হিসেবেই বিবেচনা করা হয়। সংক্ষিপ্ত সংস্করণে বোলাররা প্রায়ই হয়ে পড়েন দিশেহারা।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে গত রাতে সমারসেটের বিপক্ষে ডার্বিশায়ারের বোলারদের অবস্থা ছিল তেমনই। ডার্বির লেগ স্পিনার ম্যাককিরনানের দশা আরও শোচনীয়। ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি।
এত দিন সংক্ষিপ্ত সংস্করণে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের পেসার সারমাদ আনোয়ারের। তিনি ২০১১ সালে সুপার এইট টি-টোয়েন্টি কাপে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন লাহোর লায়ন্সের বিপক্ষে।
নিজের প্রথম তিন ওভারে ৪৬ রান দিয়েছিলেন ম্যাককিরনান। বোলিং কোটা পূরণ করতে আসার আগে হয়তো ভাবেননি বিব্রতকর রেকর্ডে নাম লেখাতে চলেছেন তিনি। কারণ, রেকর্ড থেকে অনেক দূরে ছিলেন।
কিন্তু সমারসেট ইনিংসের ১৫ তম ওভারে ৩৬ রান দিয়ে বেদনাদায়ক রেকর্ডটা নিজের করে নেন ম্যাককিরনান। ৫ ছক্কা ও এক চারের সঙ্গে দুটি নো বল দেন ওই ওভারে। বিপিএল মাতানো দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো একাই নেন ৩৪ রান।
সমারসেট-ডার্বিশায়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরও অনেক রেকর্ড হয়েছে। রুশো ৯৩ রান করেছেন মাত্র ৩৬ বলে। ৮ চারের সঙ্গে মেরেছেন ৭ ছক্কাও। তাঁর ৯৩ ও টম ব্যান্টনের ৭৩ রানে সমারসেটের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান; যা ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ডার্বিশায়ারের ব্যাটাররা জবাব দিতে নেমে ম্যাককিরনানের দেওয়া ৮২ রানের চেয়েও কম করে। অলআউট হয় মাত্র ৭৪ রানে। সমারসেট জেতে ১৯১ রানে। এটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ও টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে