নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোটের কারণে ১১ মাস বাংলাদেশের টেস্ট দলের বাইরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাঁ হাতি এই ব্যাটার। তামিমের দলে ফেরাটা বাংলাদেশের জন্যও স্বস্তি বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শনিবার ডারবানে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
গত বছরের জুলাইতে জিম্বাবুয়ে সফরে হাঁটুর চোটে ছিটকে পড়েন তামিম। এরপর তিন টেস্ট সিরিজে খেলা হয়নি এই ব্যাটারের। অবশ্য গত জানুয়ারির মাঝামাঝি থেকে সাদা বলে নিয়মিত খেলছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ক্রিকেটেও ফেরার অপেক্ষা আছেন এই ব্যাটার।
তামিমের ফেরাটা দলের জন্য স্বস্তি জানিয়ে সুজন বলেছেন, ‘এমন অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় দলে থাকা সব সময়ই ভালো। তামিম রান করলে আমাদের জন্য সহজ (ম্যাচ) হয়ে যায়। আমি আশা করি তামিম তার অভিজ্ঞতা কাজে লাগাবে।’
টেস্ট দলে থাকাদের মধ্য তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা ভালো। আগের তিন সফরের দুই সফরেই ছিলেন তারা। এটাকে ভালো সুযোগ মনে করেন সুজন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অন্যদের চেয়ে মুশফিক-তামিমেরই বেশি। কন্ডিশন স্বাগতিকদের পরিচিত। সহজ কিছু হবে না আমরা জানি। টেস্ট সিরিজ অনেক কঠিন হবে। তারপরও আমরা মোকাবিলা করতে প্রস্তুত।’
সুজন আরও বলেন, ‘আগে আমরা ভালো ছিলাম না, এখন তো আমরা ভালো দল। আমাদের সেই বোলিং অ্যাটাক আছে, ব্যাটাররা আছে। এই কন্ডিশনে ভালো করতে পারি সেই বিশ্বাসটা থাকতে হবে। কন্ডিশন বাংলাদেশ থেকে খুব ভিন্ন এমন না, গরম আছে। উইকেট কেমন হবে বলতে পারছি না এখনও। বিগত বছরগুলোতে এই উইকেটে তেমন পেস ছিল না। তবে আমাদের বিপক্ষে ওরা বাউন্স আর পেস দিতেও পারে। আমরা এটা মোকাবেলা করতে প্রস্তুত। যেটা আমাদের জন্য সমস্যা, এটা ওদের জন্যও সমস্যা। কারণ, আমাদেরও এখন ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন বোলার আছে। তাই উইকেট নিয়ে আমি একদমই চিন্তিত না। আমাদের প্রক্রিয়া ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে প্রক্রিয়া, পরিকল্পনা ভালো ছিল বলেই সিরিজ জিতেছি। এটা টেস্টেও দেখতে চাই।’

চোটের কারণে ১১ মাস বাংলাদেশের টেস্ট দলের বাইরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাঁ হাতি এই ব্যাটার। তামিমের দলে ফেরাটা বাংলাদেশের জন্যও স্বস্তি বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শনিবার ডারবানে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
গত বছরের জুলাইতে জিম্বাবুয়ে সফরে হাঁটুর চোটে ছিটকে পড়েন তামিম। এরপর তিন টেস্ট সিরিজে খেলা হয়নি এই ব্যাটারের। অবশ্য গত জানুয়ারির মাঝামাঝি থেকে সাদা বলে নিয়মিত খেলছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ক্রিকেটেও ফেরার অপেক্ষা আছেন এই ব্যাটার।
তামিমের ফেরাটা দলের জন্য স্বস্তি জানিয়ে সুজন বলেছেন, ‘এমন অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় দলে থাকা সব সময়ই ভালো। তামিম রান করলে আমাদের জন্য সহজ (ম্যাচ) হয়ে যায়। আমি আশা করি তামিম তার অভিজ্ঞতা কাজে লাগাবে।’
টেস্ট দলে থাকাদের মধ্য তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা ভালো। আগের তিন সফরের দুই সফরেই ছিলেন তারা। এটাকে ভালো সুযোগ মনে করেন সুজন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অন্যদের চেয়ে মুশফিক-তামিমেরই বেশি। কন্ডিশন স্বাগতিকদের পরিচিত। সহজ কিছু হবে না আমরা জানি। টেস্ট সিরিজ অনেক কঠিন হবে। তারপরও আমরা মোকাবিলা করতে প্রস্তুত।’
সুজন আরও বলেন, ‘আগে আমরা ভালো ছিলাম না, এখন তো আমরা ভালো দল। আমাদের সেই বোলিং অ্যাটাক আছে, ব্যাটাররা আছে। এই কন্ডিশনে ভালো করতে পারি সেই বিশ্বাসটা থাকতে হবে। কন্ডিশন বাংলাদেশ থেকে খুব ভিন্ন এমন না, গরম আছে। উইকেট কেমন হবে বলতে পারছি না এখনও। বিগত বছরগুলোতে এই উইকেটে তেমন পেস ছিল না। তবে আমাদের বিপক্ষে ওরা বাউন্স আর পেস দিতেও পারে। আমরা এটা মোকাবেলা করতে প্রস্তুত। যেটা আমাদের জন্য সমস্যা, এটা ওদের জন্যও সমস্যা। কারণ, আমাদেরও এখন ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন বোলার আছে। তাই উইকেট নিয়ে আমি একদমই চিন্তিত না। আমাদের প্রক্রিয়া ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে প্রক্রিয়া, পরিকল্পনা ভালো ছিল বলেই সিরিজ জিতেছি। এটা টেস্টেও দেখতে চাই।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে