ক্রীড়া ডেস্ক

গলে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ দল। তার আগে সফরকারী দলে কিছুটা দুশ্চিন্তা মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বাংলাদেশের অলরাউন্ডার গল টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। এতে করে দলের চূড়ান্ত একাদশ তৈরিতে কিছুটা সমস্যাও আছে সিমন্সের সামনে। মিরাজকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, এ ব্যাপারে এখনো অনিশ্চয়তা থাকছে।
জানা গেছে, মিরাজ অসুস্থ হয়ে গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। অনুশীলনের পর সাংবাদিকদের কোচ সিমন্স বলেন, ‘আজ সকালে সর্বশেষ খবরে জানা গেছে, গত কয়েক দিনে তার অবস্থা অনেকটা ভালো হয়েছে। আমরা সন্ধ্যার দিকে তার ওষুধ খাওয়ার পরের অবস্থা দেখব। আশা করছি, সে আগামীকাল অনুশীলনে অংশ নিতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’
ব্যাটিং-বোলিংয়ে সমান অবদান রাখা মিরাজ খেলতে না পারলে দলের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে স্পিন বিভাগে, যেখানে বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গে তিনিই মূল ভরসা। সিমন্সও তাই চিন্তার কথাই বললেন, ‘হ্যাঁ, এটি অবশ্যই কিছুটা চিন্তার বিষয়। তবে একজনের দুর্ভাগ্য অন্যের সুযোগ। যদি সে খেলতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।’
সিমন্স জানান, একাদশ এখনও চূড়ান্ত করা হয়নি এবং কাল আবার পিচ পরিস্থিতি মূল্যায়ন করার পরই তারা দল নির্বাচন করবেন। গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে। বাংলাদেশ কোচ বলেন, ‘এখনো কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাবব। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।’
বাংলাদেশ আগামী পরশু থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

গলে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ দল। তার আগে সফরকারী দলে কিছুটা দুশ্চিন্তা মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বাংলাদেশের অলরাউন্ডার গল টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। এতে করে দলের চূড়ান্ত একাদশ তৈরিতে কিছুটা সমস্যাও আছে সিমন্সের সামনে। মিরাজকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, এ ব্যাপারে এখনো অনিশ্চয়তা থাকছে।
জানা গেছে, মিরাজ অসুস্থ হয়ে গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। অনুশীলনের পর সাংবাদিকদের কোচ সিমন্স বলেন, ‘আজ সকালে সর্বশেষ খবরে জানা গেছে, গত কয়েক দিনে তার অবস্থা অনেকটা ভালো হয়েছে। আমরা সন্ধ্যার দিকে তার ওষুধ খাওয়ার পরের অবস্থা দেখব। আশা করছি, সে আগামীকাল অনুশীলনে অংশ নিতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’
ব্যাটিং-বোলিংয়ে সমান অবদান রাখা মিরাজ খেলতে না পারলে দলের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে স্পিন বিভাগে, যেখানে বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গে তিনিই মূল ভরসা। সিমন্সও তাই চিন্তার কথাই বললেন, ‘হ্যাঁ, এটি অবশ্যই কিছুটা চিন্তার বিষয়। তবে একজনের দুর্ভাগ্য অন্যের সুযোগ। যদি সে খেলতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।’
সিমন্স জানান, একাদশ এখনও চূড়ান্ত করা হয়নি এবং কাল আবার পিচ পরিস্থিতি মূল্যায়ন করার পরই তারা দল নির্বাচন করবেন। গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে। বাংলাদেশ কোচ বলেন, ‘এখনো কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাবব। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।’
বাংলাদেশ আগামী পরশু থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে