আজকের পত্রিকা ডেস্ক

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।
চট্টগ্রাম পর্ব শুরুর আগে বেশিরভাগ ক্রিকেটারের কেটেছে বিশ্রামে। সন্ধ্যায় মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেক ক্রিকেটার গেছেন চট্টগ্রামে তামিম ইকবালের এক বন্ধুর বাসায়। সেখানে জম্পেশ আড্ডাই হয়েছে তাঁদের। সে আড্ডায় গানও গেয়েছেন মিরাজ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন গিটার বাজাচ্ছেন। আরেকজন বাজাচ্ছেন পিয়ানো। মিরাজ যখন গান গাইছেন, সেটা প্রাণভরে উপভোগ করছেন মাহমুদউল্লাহ-ইমরুলরা। চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটার নাঈম হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বিরাও ছিলেন আড্ডায়। মিরাজ গেয়েছেন এলআরবির প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘এক আকাশের তারা তুই’ গানটি। ‘ওরে নীল দড়িয়া’ গানটিও গেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক।
মিরাজরা যখন জম্পেশ আড্ডায়, তখন সংবাদ মাধ্যমের ভিড় রেডিসন ব্লু হোটেলের সামনে। কারণ, তখন চলছিল বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা। সভা শেষে রাজশাহীর পারিশ্রমিক জটিলতা নিয়ে ইতিবাচক কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। বোর্ড পরিচালকদের পক্ষে সংবাদমাধ্যমকে মনজুর আলম বলেন, ‘চেষ্টা অব্যাহত আছে। আশা করি কালকের মধ্যে সমাধান চলে আসবে। বিসিবি সভাপতি নিজেই চেষ্টা করছেন দলের স্বত্বাধিকারী, খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। আশা করি কালকের মধ্যে সমঝোতার মাধ্যমে সুন্দর সমাধান হবে। কাল ওদের মালিক এলে সমাধান হয়ে যাবে। তখন বিসিবি সভাপতি আপনাদের বিস্তারিত জানাবেন। আশা করি ক্রিকেটাররা টাকা পাবেন।’ তবে মনজুর স্বীকার করেছেন, এটি তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
জানা গেছে, স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। টুর্নামেন্টের মাঝপথেও কোনো পারিশ্রমিক না পেয়ে দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি কাজ করছে। এ নিয়ে সারা দিন আলোচনা ছিল রাজশাহীর।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।
চট্টগ্রাম পর্ব শুরুর আগে বেশিরভাগ ক্রিকেটারের কেটেছে বিশ্রামে। সন্ধ্যায় মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেক ক্রিকেটার গেছেন চট্টগ্রামে তামিম ইকবালের এক বন্ধুর বাসায়। সেখানে জম্পেশ আড্ডাই হয়েছে তাঁদের। সে আড্ডায় গানও গেয়েছেন মিরাজ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন গিটার বাজাচ্ছেন। আরেকজন বাজাচ্ছেন পিয়ানো। মিরাজ যখন গান গাইছেন, সেটা প্রাণভরে উপভোগ করছেন মাহমুদউল্লাহ-ইমরুলরা। চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটার নাঈম হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বিরাও ছিলেন আড্ডায়। মিরাজ গেয়েছেন এলআরবির প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘এক আকাশের তারা তুই’ গানটি। ‘ওরে নীল দড়িয়া’ গানটিও গেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক।
মিরাজরা যখন জম্পেশ আড্ডায়, তখন সংবাদ মাধ্যমের ভিড় রেডিসন ব্লু হোটেলের সামনে। কারণ, তখন চলছিল বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা। সভা শেষে রাজশাহীর পারিশ্রমিক জটিলতা নিয়ে ইতিবাচক কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। বোর্ড পরিচালকদের পক্ষে সংবাদমাধ্যমকে মনজুর আলম বলেন, ‘চেষ্টা অব্যাহত আছে। আশা করি কালকের মধ্যে সমাধান চলে আসবে। বিসিবি সভাপতি নিজেই চেষ্টা করছেন দলের স্বত্বাধিকারী, খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। আশা করি কালকের মধ্যে সমঝোতার মাধ্যমে সুন্দর সমাধান হবে। কাল ওদের মালিক এলে সমাধান হয়ে যাবে। তখন বিসিবি সভাপতি আপনাদের বিস্তারিত জানাবেন। আশা করি ক্রিকেটাররা টাকা পাবেন।’ তবে মনজুর স্বীকার করেছেন, এটি তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
জানা গেছে, স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। টুর্নামেন্টের মাঝপথেও কোনো পারিশ্রমিক না পেয়ে দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি কাজ করছে। এ নিয়ে সারা দিন আলোচনা ছিল রাজশাহীর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে