
চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। সাকিব আল হাসান তো আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিন আক্রমণে নাসুমের সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদি হাসান। পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজ ও তাসকিন আহমেদ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অনেক আগেই। গ্লেন ম্যাক্সওয়েলকে আজ বিশ্রাম দিয়েছে। যেখানে ম্যাক্সওয়েল পায়ের সমস্যা নিয়েও আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন। ম্যাক্সওয়েলের পাশাপাশি মিচেল স্টার্ককেও বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েল, স্টার্কের পরিবর্তে একাদশে এসেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট। পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে থাকছেন জশ হ্যাজলউড, শন অ্যাবট, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। যার মধ্যে স্টয়নিস, মার্শ ও অ্যাবট পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকছেন অ্যাডাম জাম্পা। জাম্পার পাশাপাশি মারনাস লাবুশেন, স্টিভ স্মিথের ঘূর্ণিকেও কাজে লাগাতে পারে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান
অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, শন অ্যাবট

চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। সাকিব আল হাসান তো আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিন আক্রমণে নাসুমের সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদি হাসান। পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজ ও তাসকিন আহমেদ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অনেক আগেই। গ্লেন ম্যাক্সওয়েলকে আজ বিশ্রাম দিয়েছে। যেখানে ম্যাক্সওয়েল পায়ের সমস্যা নিয়েও আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন। ম্যাক্সওয়েলের পাশাপাশি মিচেল স্টার্ককেও বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েল, স্টার্কের পরিবর্তে একাদশে এসেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট। পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে থাকছেন জশ হ্যাজলউড, শন অ্যাবট, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। যার মধ্যে স্টয়নিস, মার্শ ও অ্যাবট পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকছেন অ্যাডাম জাম্পা। জাম্পার পাশাপাশি মারনাস লাবুশেন, স্টিভ স্মিথের ঘূর্ণিকেও কাজে লাগাতে পারে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান
অস্ট্রেলিয়ার একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, শন অ্যাবট

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৯ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ ঘণ্টা আগে