নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। বেশ কিছু অবকাঠামো পরিদর্শনসহ দেশের ক্রিকেটের নানা দিক সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি। তাঁর মতে, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ অতুলনীয়।
সংবাদ সম্মেলনে আজ বার্কলে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের বড় অংশীদার। সব ধরনের সুবিধাই এখানে রয়েছে। অন্য দেশের সঙ্গে তুলনা করলে খেলাটার প্রতি এ দেশের মানুষের আবেগ অতুলনীয়। আইসিসির পরবর্তী চক্রে ইভেন্ট আয়োজনের সব ধরনের সুবিধাই এখানে রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশংসাও ঝরেছে বার্কলের কণ্ঠে। আইসিসিতেও পাপন দারুণ কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে চলে যান বার্কলে। সন্ধ্যায় বিসিবি সভাপতির আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেন।
আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা উপভোগ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বার্কলে। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে স্কুল ক্রিকেটের ম্যাচ দেখেন ও বৃক্ষ রোপণ করেন।
পরে মিরপুরে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বার্কলে, ‘বাংলাদেশে দুটি দিন দারুণ কেটেছে। আমি আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। খুবই ফলপ্রসূ সময় কেটেছে। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। এটা আমার জন্য খুব কাজের ছিল। আমি দারুণ কিছু নিয়ে আইসিসিতে ফিরব।’
পাপনকে নিয়ে বার্কলে বলেন, ‘এই মুহূর্তে তিনি আইসিসির অন্যতম সিনিয়র সদস্য। অভিজ্ঞতা বড় ব্যাপার। সে বোর্ডে বেশ ভালো পরামর্শ দিতে পারে, সঙ্গে নতুন পরিচালকদেরও। যখনই তাঁর কাছে কোনো সাহায্য চাওয়া হয়, খুশি মনে করে।’
আগামীকাল আইপিএল প্লে-অফ ও ফাইনাল দেখতে বিসিবি সভাপতি পাপনকে নিয়ে ভারত যাবেন বার্কলে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা।

দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। বেশ কিছু অবকাঠামো পরিদর্শনসহ দেশের ক্রিকেটের নানা দিক সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি। তাঁর মতে, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ অতুলনীয়।
সংবাদ সম্মেলনে আজ বার্কলে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের বড় অংশীদার। সব ধরনের সুবিধাই এখানে রয়েছে। অন্য দেশের সঙ্গে তুলনা করলে খেলাটার প্রতি এ দেশের মানুষের আবেগ অতুলনীয়। আইসিসির পরবর্তী চক্রে ইভেন্ট আয়োজনের সব ধরনের সুবিধাই এখানে রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশংসাও ঝরেছে বার্কলের কণ্ঠে। আইসিসিতেও পাপন দারুণ কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে চলে যান বার্কলে। সন্ধ্যায় বিসিবি সভাপতির আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেন।
আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা উপভোগ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বার্কলে। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে স্কুল ক্রিকেটের ম্যাচ দেখেন ও বৃক্ষ রোপণ করেন।
পরে মিরপুরে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বার্কলে, ‘বাংলাদেশে দুটি দিন দারুণ কেটেছে। আমি আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। খুবই ফলপ্রসূ সময় কেটেছে। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। এটা আমার জন্য খুব কাজের ছিল। আমি দারুণ কিছু নিয়ে আইসিসিতে ফিরব।’
পাপনকে নিয়ে বার্কলে বলেন, ‘এই মুহূর্তে তিনি আইসিসির অন্যতম সিনিয়র সদস্য। অভিজ্ঞতা বড় ব্যাপার। সে বোর্ডে বেশ ভালো পরামর্শ দিতে পারে, সঙ্গে নতুন পরিচালকদেরও। যখনই তাঁর কাছে কোনো সাহায্য চাওয়া হয়, খুশি মনে করে।’
আগামীকাল আইপিএল প্লে-অফ ও ফাইনাল দেখতে বিসিবি সভাপতি পাপনকে নিয়ে ভারত যাবেন বার্কলে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে