Ajker Patrika

ম্যাথুসের সেঞ্চুরিতে দিন শেষে শ্রীলঙ্কার হাসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ম্যাথুসের সেঞ্চুরিতে দিন শেষে শ্রীলঙ্কার হাসি

সাগরিকার উইকেট ফ্ল্যাট হবে এটা অনুমেয় ছিল। তবে দিনের শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। প্রথম সেশনে দুই শ্রীলঙ্কান ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে চালকের আসনে রাখেন স্পিনার নাঈম হাসান। পরের সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে শেষ সেশনে উইকেট হারালেও দিনটা খারাপ যায়নি লঙ্কানদের। অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ভালো অবস্থানে দিমুথ করুনারত্নের দল। 

আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ১১৪ রানে অপরাজিত ম্যাথুসের সঙ্গে ক্রিজে আছেন ৩৪ রানে অপরাজিত দিনেশ চান্ডিমাল। 

টস জিতে ব্যাটিংয়ে এসে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ২৩ রান তুলতেই ভাঙে উদ্বোধনী জুটি। অষ্টম ওভারের পঞ্চম বলে নাঈমের শিকার হন ৯ রান করা করুণারত্নে। আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো থিতু হয়েও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। এই ব্যাটারকে ব্যক্তিগত ৩৬ রানে দ্বিতীয় শিকার বানান নাঈম। প্রথম সেশনে ২৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৭৩ রান তোলে লঙ্কানরা। 

দ্বিতীয় সেশনের শুরু থেকে উইকেট আগলে স্কোর এগিয়ে নেন কুশাল মেন্ডিস ও ম্যাথুস। স্পিনার নাঈম ও পেসার খালেদের ওভারগুলোতে বেশ কয়েকটি বাউন্ডারি আদায় করে নেন তারা। তবে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ২০ ওভারের স্পেলে বেশ সতর্ক ছিল এই জুটি। ১৯ রান নিয়ে সেই স্পেল কোনো মতে কাটিয়ে ওঠেন তাঁরা। পুরো সেশনে কোনো উইকেট না হারিয়ে যোগ করেন আরও ৮৫ রান। 

মেন্ডিসের সঙ্গে ম্যাথুসের ৯২ রানের জুটি ভাঙেন তাইজুল। তৃতীয় সেশনে ৫৪ রান করা মেন্ডিসকে নাঈমের তালুবন্দী করেন তিনি। নতুন ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভাকে (৬) দারুণ এক রিভিউতে ফেরান সাকিব। এর আগে দিনের শুরুতে শরীফুলের দুই ডেলিভারিতে দুটি রিভিউ নষ্ট করে বাংলাদেশ। 

সাকিব ব্রেক থ্রু এনে দিলেও এক প্রান্ত আগলে রাখা ম্যাথুস ঠিকই সেঞ্চুরি তুলে নেন। শরীফুলকে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি আদায় করে নেন তিনি। বাংলাদেশের বিপক্ষে যদিও প্রথম। তৃতীয় সেশনে দুই উইকেটে ১০০ যোগ করে লঙ্কানরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত